মুম্বাই
বলিউডের সুপারস্টার সালমান খান, যাঁকে কেউ ‘ভাইজান’ তো কেউ ‘দাবাং’ নামে চেনে, ২৭ ডিসেম্বর তাঁর ৬০তম জন্মদিন উদ্যাপন করলেন রাজকীয় অথচ হৃদয়ছোঁয়া এক আবহে। এ বছর মুম্বাই নয়, বরং নিজের পনভেল ফার্মহাউসেই ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশেষ এই দিনটি কাটান তিনি।
জন্মদিনের উৎসব শুরুর আগেই সালমান সময় বের করেন পাপারাজ্জিদের জন্য। কড়া নিরাপত্তার মধ্যে ফার্মহাউসের বাইরে এসে তিনি তাঁদের সঙ্গে কেক কাটেন, হাসিমুখে শুভেচ্ছা ভাগ করে নেন এবং এভাবেই আনন্দঘন পরিবেশে উদ্যাপনের সূচনা করেন। মধ্যরাতে ঘড়ির কাঁটা বারো ছোঁয়ার সঙ্গে সঙ্গেই ফের বাইরে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে ছোট্ট উদ্যাপনে অংশ নেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর বাবা সেলিম খান থেকে শুরু করে অভিনেত্রী হুমা কুরেশিসহ বলিউডের একাধিক পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়াতেও ভাইজানকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অসংখ্য তারকা ও অনুরাগী।
ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, লাল-সাদা রঙের জন্মদিনের কেক কাটছেন সালমান।
কালো টি-শার্ট ও নীল ডেনিমে ক্যাজুয়াল লুকে, ক্লিন-শেভড চেহারায় তাঁকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল। ‘হ্যাপি বার্থডে’ গানের তালে কেক কাটার পর তিনি নিজেই পাপারাজ্জিদের হাতে কেক তুলে দেন এবং হাসিমুখে ছবি তোলেন। এক ভিডিওতে দেখা যায়, উপস্থিত এক মহিলা সাংবাদিককে স্নেহভরে পাশ থেকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করেন তিনি, যা দর্শকদের মন জয় করে নিয়েছে।
পুরো সময়জুড়েই সালমান ছিলেন হাসিখুশি ও প্রাণোচ্ছল। পাপারাজ্জিদের সঙ্গে গল্প, হাসি আর আন্তরিক ব্যবহারে তাঁর ৬০তম জন্মদিন পরিণত হয় এক স্মরণীয় মুহূর্তে, যেখানে তারকাখ্যাতির আড়ালে ধরা পড়ে এক মানবিক, উষ্ণ ভাইজান।