কলকাতাঃ
দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT)। আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর ক্যাম্পাসে আয়োজিত দুইদিনের অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। প্রথম দিনে তিনি যুবশক্তির মধ্যে বৈদিক জ্ঞান প্রচার করবেন, দ্বিতীয় দিনে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের দর্শন ও দীক্ষা দেবেন।
NIT দুর্গাপুরের ডিরেক্টর অরবিন্দ চৌবে জানিয়েছেন, “এই কর্মসূচি আমাদের তরফ থেকে নয়, আয়োজিত হয়েছে অন্য পক্ষ থেকে। শঙ্করাচার্য মহারাজ যুবশক্তিকে জ্ঞান প্রদান করবেন। কেউ যদি তাঁর কাছে কিছু জানতে চান, জানাতে পারবেন। কেউ দীক্ষা নিতে চাইলে নিতে পারবেন। পড়ুয়াদের ‘মানসিক চাপ’ কাটিয়ে ওঠার পরামর্শ দিতে আসছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী।মানসিক অবসাদে ভোগা তরুণদের জন্য তিনি জ্ঞান দেবেন। যুবশক্তি কোনও ধর্মের হয় না।”আগামী ১১ সেপ্টেম্বর দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের দর্শন ও দীক্ষা দেবেন ।
ইতিমধ্যেই এনআইটি–র ক্যাম্পাসে পোস্টার লাগানো হয়েছে পুরীর শঙ্করাচার্যের অনুষ্ঠানের। সেখানেই বলা হয়েছে, ১১ তারিখ দীক্ষা দেবেন শঙ্করাচার্য। কর্তৃপক্ষের বক্তব্য, প্রতিযোগিতার দৌড়ে ভালো রেজাল্ট করার চাপ। পড়াশোনার পাঠ শেষ করে ভালো চাকরি জোগাড় করার চাপ। কিছুতেই মানসিক চাপ কাটিয়ে উঠতে পারছে না ছাত্রছাত্রীদের অনেকেই।
মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছে কেউ কেউ। আবার কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। এর থেকে পড়ুয়াদের মুক্তির পথ দেখাতে নিয়ে আসা হচ্ছে নিশ্চলানন্দ সরস্বতীকে। এনআইটি–র ডিরেক্টর অরবিন্দ চৌবে যুক্তি দিয়েছেন, ‘যার জ্ঞান উজ্জীবিত করে ও দিশা দেখায়, তাঁর কাছ থেকে জ্ঞান অর্জন করতে অসুবিধা কোথায়! আজকের যুব সমাজ চ্যালেঞ্জের মুখে।এদিকে জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেছেন, ‘পুরীর শঙ্করাচার্যকে দুর্গাপুরে স্বাগত।’