গুয়াহাটি মহানগরের ব্যস্ত জীবনে ছেলে মেয়েদের সঠিক শিক্ষা প্রদান করা এক চ্যালেঞ্জ। থোকে থোকে টাকা খরচ করে কিন্তু অভিবাবকরা আজ দিশাহীন। সেখানে প্রেরণাময়ী হয়ে উঠেছেন এক মুসলিম মহিলা। দিল্লির জহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রী কচি কাঁচাদের জীবন গড়ে তুলতে ও তাঁদের সমাজে উঁচু হয়ে বাঁচতে শেখার জন্য প্রতিষ্ঠা করেছেন অভিনব কর্মসূচিতে সাজানো বিদ্যালয়ের।
গুয়াহাটির পাঞ্জাবাড়িতে রয়েছে তাঁর এই বিদ্যালয়। রেশমা নাসরিন চৌধুরী শ্বাহ প্রায় ১১ বছর আগে রিভার্স এডুকেশন ফাউন্ডেশন নামে এক শিক্ষামূলক সংস্থা প্রতিষ্ঠা করে গুয়াহাটিতে শিক্ষকদের সঠিক প্রশিক্ষণ দিয়ে ও ছাত্রদের গড়ে তুলতে চেষ্টা অব্যাহত রাখেন।
রেশমা নাসরিন জানান তিনি প্রথম দুইজন ছাত্র নিয়ে স্কুল চালু করেন। তিনি বিশেষ করে স্কুলে স্বল্প খরচে ছাত্রদের গুণগত মানের শিক্ষা প্রদান করে এক দৃষ্টান্ত গড়ে তুলেছেন। বিশাল সম্পত্তির মালিক হবার পর ও রেশমার পরিবার সমাজের শিক্ষার আলো ছড়িয়ে দিতে তৎপর। তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয় রাজ্যের ও দেশ বিদেশের বহু পুরস্কারে সন্মানিত হয়েছে।
তিনি আওয়াজ দ্য ভয়েস কে জানান, জহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের থেকে তিনি শিক্ষা পেয়েছেন প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছুএকটা গুণ থাকে। তাই রেশমা নাসরিন প্রতিটি ছাত্র ছাত্রীদের শিক্ষার পাশাপাশি আচার ব্যবহার শুধরিয়ে তাঁদের যোগ্য নাগরিক বানিয়ে তুলতে আজও গুয়াহাটির বুকে নিরলস ও প্রচার বিমুখ শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন ।