অসমের ছেলের ঘোড়ায় চড়ে স্কুলে যাওয়া নেটিজেনদের মুগ্ধ করেছে

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
যুবরাজ রাভা ঘোড়ায় চেপে স্কুলে
যুবরাজ রাভা ঘোড়ায় চেপে স্কুলে
 "ছাত্রানং অধ্যায়নং তপঃ"যার অর্থ হচ্ছে ছাত্রের একমাত্র তপস্যা হচ্ছে পড়াশোনা করা। তাই সেই তপস্যা যেন হাত ছাড়া নাহয় তারই জন্য ছোটবেলাতে নিজের বাড়ি থেকে স্কুলে আসার পথ খারাপ তবু হার মানেনি ৮ বছরেরে এই  খুদে ছাত্র ।
 
যুবরাজ রাভা,দক্ষিণ পান্তান আঞ্চলিক এম.ই.স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। ছয়গাঁও এডুকেশনাল ব্লকের অধীনে স্কুলে প্রতিদিন ঘোড়ায় চড়ে স্কুলে  আসে যায়।  তাঁর ঘোড়ায় চড়ার ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল সেনসেশনে পরিণত হয়েছে।ছয়গাঁওয়ের দক্ষিণ কামরূপের অসম-মেঘালয় সীমান্তে অবস্থিত বরবাকরা গ্রামের তরতাজা যুবক যুবরাজ রাভা তার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে।  ২০২৪ সাল থেকে ঘোড়ায় চড়ে স্কুলে আসা যাওয়া যুবরাজের। 
 
 
খুদে শিশুটির ঘোড়ায় চড়ে স্কুলে যাওয়ার ক্লিপটি ভাইরাল হওয়ার পরে, অসংখ্য লোক তার সাথে দেখা করতে এবং তার সাথে আলাপচারিতা করতে তার স্কুলে গেছে।বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও স্কুলে যাওয়ার জন্য তাঁর দৃঢ় সংকল্পে তাঁর শিক্ষকরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁর সহপাঠীরাও তাঁর অসাধারণ দক্ষতা থেকে অনুপ্রেরণা লাভ করে।

পাহাড়ি এলাকার বাসিন্দা হওয়ায় কোনও পরিবহণ সুবিধা না থাকায় বা উপযুক্ত সড়কের অভাবে যুবরাজ প্রতিদিন ঘোড়ায় চড়ে স্কুলে আসেন।রাভা স্বশাসিত এলাকার যাতায়াতের ক্ষেত্রে উন্নয়ন তেমন হয়নি।ছেলেটি তার বাড়ি থেকে স্কুল পর্যন্ত একটি সড়ক নির্মাণের জন্য অসমের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন করেছেন।