শম্পি চক্রবর্তী পুরকায়স্থ
দুর্গোৎসব শুধু একটা ধর্মীয় উৎসব নয়, বরং বাঙালির আবেগ, সংস্কৃতি আর সৃজনশীলতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। প্রত্যেক বছরই নতুন নতুন থিম, প্রযুক্তির প্রয়োগ আর চমকপ্রদ ভাবনায় সেজে ওঠে তিলোত্তমা কলকাতা। তবে এর মধ্যেই কিছু পুজো থাকে আলোচনার শীর্ষে—তাদের থিমের অভিনবত্ব, বিশালতা ও দর্শনার্থীর ভিড়ের জন্য। আবার কিছু পুজো তাদের সাবেকিয়ানা ধরে রাখার জন্য আলোচনার শীর্ষে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়।
২০২৫ সালের কলকাতার এমনই বেশ কিছু সেরা দুর্গাপুজো প্যান্ডেল দর্শণার্থীদের অপেক্ষায় থাকবে যেগুলো না দেখলে পুজোর আনন্দ অপূর্ণ থেকে যাবে।
শোভাবাজার রাজবাড়ি পুজো:
জমিদারি আমলের ঐতিহ্য এখনও টিকে আছে। সাবেকিয়ানা, ভোগ, আরতি, আভিজাত্যের প্রতীক এই রাজবাড়ির দুর্গা পুজো। এবারও একই চিত্র তুলে ধরার চেষ্টা করছে।
শোভাবাজারের রাজবাড়ির পূজো
খিদিরপুর ৭৫ পল্লী:
গত বছর 'সময় যখন থমকে দাঁড়ায়' থিম নিয়ে কাজ করা এই সার্বজনীন এবার থিম রেখেছে স্বর্গরাজ্য। মণ্ডপ সজ্জায় রয়েছেন শিল্পী সৌভিক। মাতৃরূপ প্রদান করছেন শিল্পী পরিমল পাল।
বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব:
১০০ বছরেরও বেশি পুরোনো, ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক। সাবেকিয়ানা ধরে রাখার জন্য এবারও সেরে ফেলছে সব প্রস্তুতি।
জোড়াসাঁকো:
জোড়াসাঁকো দুর্গোৎসবের থিম এবার রাখা হয়েছে "প্রবাহিনী" । সূত্র মতে, এবার প্রবাহ বা গতি এই থিম নেওয়া হয়েছে।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব:
এবছর শ্রীভূমির থিম নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। নিউ জার্সির বিশাল এলাকা জুড়ে শ্বেতপাথরে তৈরি এই মন্দির খুব বেশি পুরনো নয়। তবে মাহাত্ম্য এবং সৌন্দর্যে তা খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। আর তাই এবছর সেই মন্দিরকেই থিম হিসেবে বেছে নিয়েছেন শ্রীভূমির কর্তারা। নিউ জার্সির ওই মন্দিরের শ্বেতপাথর ছাড়াও বিশেষ নজরকাড়া প্রবেশদ্বারে হস্তীদের অবস্থান। তাদের পিঠের স্বর্ণের কারুকাজ চোখধাঁধানো। শ্রীভূমির মণ্ডপেও হুবহু সেই সৌন্দর্যই ফুটে উঠবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।
শ্রীভূমি স্পোটিং ক্লাবের পূজো
সন্তোষ মিত্র স্কয়ার (লেবুতলা পার্ক):
চমকপ্রদ ও বৈদেশিক থিমের জন্য জনপ্রিয় এই পুজোটি। ২০২৫ সালের দুর্গা পূজায় সন্তোষ মিত্র স্কোয়ার-এর থিম হবে "অপারেশন সিঁদুর"। এই থিমটি ঐতিহ্য ও বীরত্বের মিশ্রণ, যা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ ধারণা। "অপারেশন সিঁদুর" ভারতীয় সেনাবাহিনীর একটি অভিযানকে কেন্দ্র করে। এই থিমটি ভারতীয় সেনার সীমান্ত সুরক্ষার উপর আলোকপাত করে।
দেশপ্রিয় পার্ক:
সবচেয়ে বড় প্রতিমার জন্য বিশ্বজোড়া খ্যাতি। ২০২৫ সালের দুর্গা পূজায় দেশপ্রিয় পার্কের থিম কী, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন সূত্রে এই বছরের পূজার প্রস্তুতি শুরু হয়েছে এবং কর্তৃপক্ষ একটি বড় ও আকর্ষণীয় প্যান্ডেল তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে। সূত্রে প্রকাশ, ১০ বছর পর আবারও বড় দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে এবং এই পূজা ঘিরে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে।
নিউ আলিপুর সুরুচি সঙ্ঘ:
ভিন্ন রাজ্যের সংস্কৃতিকে প্রতিবার ফুটিয়ে তোলে। এবার একটু আলাদা। ৭২তম বর্ষে মাতৃ আরাধনায় মেতেছে সুরুচি সঙ্ঘ। থিমের নাম 'আহুতি'।
কলেজ স্কয়ার:
বিশাল লেকের পাশে তৈরি হয় মণ্ডপ। প্রতি বছর নানা থিমে সেজে ওঠে এই সার্বজনীন পুজো মণ্ডপটি। আলোকসজ্জা, দেবী প্রতিমায় অনন্য আবহ তৈরি করে। সূত্রে প্রকাশ, এবছর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে কম্বোডিয়ার অঙ্করভাট মন্দির। গত বছর স্যুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস থিম হিসেবে তুলে ধরেছিল এই সার্বজনীন পুজো মণ্ডপটি।
কলেজ স্কোয়ারের পুজো
জোধপুর পার্ক ৯৫ পল্লী এ্যাসোসিয়েশন:
দক্ষিণ কলকাতার অন্যতম মনোরম থিম প্যান্ডেল। যদিও থিম সম্পর্কে এখনও সেভাবে কিছু প্রকাশ করেনি এবার তবে দেখা গেল বিশাল বিশাল দুটো র্যাম্প তৈরি হচ্ছে। যেটা একেবারে মণ্ডপে দেবী মূর্তি পর্যন্ত টানা হচ্ছে। আর ভেতরে ছোট ছোট চৌকো চৌকো আকারে কাঠের ফ্রেম তৈরি হচ্ছে অসংখ্য।
টালা প্রত্যয়:
টালা প্রত্যয় প্রতি বছর দুর্গাপূজার থিমের ক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসে এবং এবছরও তার ব্যতিক্রম নয়। তারা তাদের মণ্ডপ "বিজগনিতের ব্যাখা " থিমের উপর ভিত্তি করে সাজাবে । ভাবনায় রয়েছেন শিল্পী ভবতোষ।
অজয়শংকরী সার্বজনীন:
গত বছর শিল্পী বিভিন্ন রকমের পূজায় ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি করেছিলেন মণ্ডপ। দেবী ছিলেন নৌকায় বসা। এবারের থিম 'সর্বংসহা'। পরিচালনায় অমর সরকার।
কাঁকুরগাছি মিতালি:
বহু প্রাচীন পুজো। গত বছর থিম ছিল ' উপাসনা'। এবার থিম 'শখের বাজার'। শিল্পী অয়ন সাহা।
সুরুচি সঙ্ঘ:
২০২৫ সালে সুরুচি সংঘের দুর্গাপূজার থিম হল "পুরানো সেই দিনের কথা", যার অর্থ "সেই পুরনো দিনের কথা"। এই থিমটি অতীতের স্মৃতি জাগিয়ে তুলবে। এই পূজা বৃদ্ধাশ্রমের ক্রমবর্ধমান সংখ্যার বিরুদ্ধেও সূক্ষ্মভাবে প্রতিবাদ করবে।
সুরুচি সংঘের পুজো
বাদামতলা সার্বজনীন:
দক্ষিণ কলকাতার বাদামতলা সার্বজনীন প্রতি বছরের মতো এ বছরও টিম নিয়ে হাজির হয়েছে। এবারে থিম 'আর্জি অর্থাৎ প্রার্থনা। সিম নিয়ে বেশি কিছু বলতে না চাইলেও ক্লাবের পক্ষ থেকে শুধু এটুকুই জানানো হয়েছে যে কোন বা কিছু আর্জি বা প্রার্থনাই হবে এবারের পুজো মন্ডপের বিশেষত্ব।
তারাপুকুর পশ্চিম পল্লী অধিবাসীবৃন্দ দুর্গোৎসব:
এই দুর্গোৎসব কমিটি এবার নিয়ে এসেছে সম্প্রীতির সুর। ঐক্য ও ধর্ম বর্ণ নির্বিশেষে মানববন্ধনের বার্তা দিচ্ছে এবারের এই পুজো কমিটি। দুর্গাপূজোয় তাদের থিম হাজারদুয়ারি। হ্যাঁ একদম ঠিক। মুর্শিদাবাদের বিখ্যাত হাজারদুয়ারি এবার থিম হয়ে উঠছে তারা কুকুর পশ্চিম পল্লীর দূর্গা পুজোর। সূত্রে প্রকাশ, কমিটির পক্ষ থেকে বলা হয়েছে সাম্প্রদায়িকতাকে দূরে সরিয়ে সম্প্রীতির মেলবন্ধন করতে এই উদ্যোগ।
কল্যাণী এ ব্লক আর্ট দুর্গোৎসব কমিটি:
কল্যাণী এ ব্লক আর্টের দুর্গোৎসব কমিটির এবারের পূজোর থিম অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা। সঙ্গে থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা।
কল্যাণী রথ তলা:
কল্যাণী রথ তলার এবারের পূজোর থিম আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। এছাড়া মন্ডপে জোরালো আলোর ব্যবস্থা করা হবে বলে সূত্রে প্রকাশ। দেবী মূর্তিতেও আনা হবে পরিবর্তনের ছোঁয়া।
কুমারটুলি পার্ক:
উত্তর কলকাতার একটি বিখ্যাত দুর্গা পূজা প্যান্ডেল, কুমারটুলি পার্ক প্যান্ডেলের সবচেয়ে জনপ্রিয় থিম ছিল "উচ্চাকাঙ্ক্ষা"। গত বছরের থিম ছিল 'মহিষাসুরমর্দিনী'। দেবী ছিলেন মহিষাসুরমর্দিনী রূপে।আর বাইরের সাজসজ্জায় ছিল গ্রামাফোন, রেডিও ইত্যাদির ব্যবহার। এবারের থিম 'পত্রশোভা'। সৃজনে বাপাই সেন ও মিন্টু পাল।
কুমারটুলি পার্কের পুজো
সেলিমপুর পল্লী:
সুন্দর মণ্ডপ সজ্জায় প্রতিবার বাজিমাত করে এই সার্বজনীন। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় এই পুজো সম্পন্ন হয়। গত বছর বেশ অন্যরকম আর্ট ওয়ার্ক ও উজ্জ্বল রঙের ছোঁয়া ছিল এই মণ্ডপে। রাজরানির বেশে ছিলেন মাতৃ প্রতিমা। গত বছর থিম ছিল গোধৃলির স্বপ্ন। এবার থিম ' প্রহরী'। ভাবনায় অমিত্র দাস।
নাকতলা উদয়ন সংঘ:
কলকাতার সেরা দুর্গাপূজা মণ্ডপগুলির মধ্যে, উদয়ন সংঘ মণ্ডপ সাম্প্রতিক বছরগুলিতে তার নির্বাচিত থিমের মাধ্যমে র্যাগিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সামাজিক সমস্যাটি দূর করার উপায়গুলি তুলে ধরেছে তারা।
মুদিয়ালি ক্লাব:
দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাবের পুজো৷ প্রতিবছরই বহু মানুষ ভিড় জমান এই পুজোয়৷ যদিও এবার কলকাতার পুজোর ছবি একটু আলাদা৷ ৯১ বছরে পা দিয়ে এই পুজোর থিম 'আত্মশুদ্ধি'। পুজোয় থিমের ছোঁয়া থাকলেও প্রতিবারের মতো এবারও প্রতিমা সাবেকি।
একডালিয়া এভারগ্রিন ক্লাব:
দক্ষিণ কলকাতার অন্যতম সেরা দুর্গাপূজা, একডালিয়া এভারগ্রিন ক্লাব দুর্গোৎসব সমিতি বিগত বছর "জৈন মন্দির" কে থিম হিসেবে উপস্থাপন করেছে। এবারের থিম এখনও প্রকাশ্যে আসেনি।
নিউ টাউন সার্বজনীন:
নিউ টাউন সার্বজনীন তাদের পুজোর থিম হিসাবে রেখেছে "ফুলের সাজে ফুলের মাঝে, মা দুর্গা মোদের মাঝে"। এই পুজোর আরেকটি বিশেষত্ব হল এই পুজোটির খুঁটি পুজো সম্পন্ন হয়েছে একজন মহিলা পুরোহিতের দ্বারা।
নিউ টাউন সার্বজনীন পুজো
দম দম তরুণ সঙ্ঘ:
দম দম তরুণ সঙ্ঘ তাদের পুজোর থিম হিসাবে রেখেছে "তারুণ্যের টানে নূতনের আহ্বানে"।
সল্টলেক আইবি ব্লক:
২০২৫ সালের দুর্গোৎসবে কলকাতাবাসীর চেনা আকাশরেখায় দেখা মিলবে এক নতুন বিস্ময়ের। কারণ, এবারে সাল্টলেক আইবি ব্লক তাদের প্যান্ডেলে রচনা করতে চলেছে দুবাইয়ের গর্ব ‘বুর্জ খলিফা’-এর অনুপম প্রতিরূপ।
সল্টলেক এজি ব্লক:
২০২৫ সালের দুর্গোৎসবে থিম হচ্ছে 'তাণ্ডব'। সৃজনে শিল্পী গৌরাঙ্গ। গত বছরের থিম ছিল 'প্রাপ্তি'।
চক্রবেরিয়া সার্বজনীন:
গত বছরে এই সার্বজনীনের মণ্ডপ সজ্জায় ছিল পুরনো ঘড়ি, ক্যালেন্ডার ও খবরের কাগজের ব্যবহার। এবার শিল্পী রিন্টু দাসের উপস্থাপনায় থিম 'প্রথা'।
জগৎ মুখার্জি পার্ক:
২০২৫ সালের দুর্গাপূজায় জগৎ মুখার্জি পার্ক নিয়ে আসছে একটি নতুন চমক , এই বছর তাঁদের থিম হিসেবে তাঁরা রেখেছে " AI আশীর্বাদ না অভিশাপ "।
হাতিবাগান সার্বজনীন থিম:
হাতিবাগান সার্বজনীন দুর্গাপূজার এবারের থিম হল "প্রকরণ"। এই থিমের মাধ্যমে উত্তর কলকাতার ঐতিহ্য এবং পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। শিল্পী সুশান্ত শিবানী পাল এই থিমের ভাবনা করেছেন। পুরনো বাড়ি, মরচে ধরা লোহা, লোহার রড ইত্যাদি ব্যবহার করে মণ্ডপটিকে সাজানো হয়েছে, যা পুরনো কলকাতার চিত্র দর্শকদের সামনে তুলে ধরবে।
এই সার্বজনীনগুলো প্রত্যেকেই শুধু পুজো নয়, বরং থিম, শিল্প, আলোকসজ্জা, এবং সামাজিক বার্তা দিয়ে দর্শকদের আকর্ষণ করে। এবারও এর ব্যতিক্রম হবে না। দর্শণার্থীদের মণ্ডপমুখী করতে কোনো খামতি রাখছে না দুর্গা পূজা কমিটিগুলো।