বিল্লাল,রাজা ও অরিজিতদের ড্রাগসের ছোবল থেকে মুক্তির অনুপ্রেরণামূলক গল্প

Story by  atv | Posted by  Aparna Das • 21 d ago
নবদুয়ারের নেশা মুক্তির যোদ্ধারা
নবদুয়ারের নেশা মুক্তির যোদ্ধারা
 
সুদীপ শর্মা চৌধুরী, গুয়াহাটি

"স্বপ্ন দেখো,নেশা নয়, তোমার জীবন তোমার হাতেই গড়ে উঠুক। "এই সংকল্প নিয়ে এগিয়ে অসমের নেশা ত্যাগ করা যুবকের অনুপ্রেরণামূলক গল্প। নবদুয়ার একটি সামাজিক সংগঠন নেশাগ্রস্ত যুবকদের নেশা থেকে মূক্তি দিতে এক নীরব বিপ্লব করছে। গুয়াহাটি মহানগরে এক সময় নবদুয়ারের জন্ম দেওয়া রাজা, অরিজিতদের মতো যুবকরা নেশায় বুঁদ হয়ে থাকতেন,আজ তারাই হয়ে উঠেছেন আলোকের দিশারী। 
 
বিপথগামী প্রতিটি যুবককে এই বিপন্ন অবস্থা থেকে তাদের সমাজের ও পরিবারে জন্য সুস্থ ও নেশামুক্ত জীবন গড়ে তুলতে আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। 2020 থেকে এই সংকল্প যাত্রার পথ চলা শুরু, আজ প্রায় অবধি প্রায় ১৫০০ নেশাগ্রস্ত যুবকদের সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
 
 
আজ তাঁদের মনোবিজ্ঞানী শিখা বরা ,যোগাবিদ দীপন ঠাকুরিয়া সহ আরো অনেকে সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনতে তাদের নিরলস  এই কর্মযজ্ঞে সামিল হয়ে কাজ করে যাচ্ছেন।
 
বিল্লাল বিশ্বাস বিটিআরের ছোট শহর থেকে এসে তাঁর নেশা মুক্তির কাহিনী আওয়াজ দ্যা ভয়েস কে জানান, জীবনে ড্রাগসের নেশা কি জানতেন না ছোট শহরে তার ফলের দোকান ছিল পরিবার চালানোর একমাত্র সম্বল কিন্তু  বন্ধুদের সঙ্গে পড়ে ড্রাগস নিতে শুরু করে নিজের ফল দোকান পরিচালনা করতে বার্থ হন।  বিল্লাল বিশ্বাস আজ সে তার পথ শুধরে নিয়েছে। যুব সমাজকে তিনি এই ভয়ানক মাদক থেকে দূরে থাকতে আহ্বান জানান।
 
নেশা ছেড়ে বাঁচার স্বপ্ন জন্মদিনে কেক কেটে উদযাপন
 
অন্যদিকে মনোবিজ্ঞানী শিখা বরা সঙ্গদোষে ড্রাগসের ছোবলে গ্রাস করছে যুব সমাজকে। প্রচণ্ড  ইচ্ছা শক্তি বৃদ্ধি করে এই পথে মুক্তি পাচ্ছে হাজারো যুবক।সুকান্ত মদক ও জানান ড্রাগসের নেশা কেমন হয় সেটা জানতেই একদিন সে নেশার কবলে ডুকে পড়েছিল। আজ তাঁর কাছে  নেশা মুক্ত পৃথিবীর কদর বেড়েছে। আজ তিনি আহ্বান জানান "নেশামুক্ত সমাজ গড়ার পথে এককথায় বলব ছাড়ো নেশা, গড়ো ভবিষ্যৎ।
 
অন্যদিকে নেশা ছেড়ে নেশা মুক্তি আন্দোলনের অগ্রনী সংঘটন গড়ে তোলা নবদুয়ারের মুখপাত্র অরিজিৎ দাস তাঁদের এই কাজে ব্যাপক সাড়া ফেলেছে তাই বহু নেশা গ্রস্ত যুবক তাঁদের মধ্যে ফিরে পেয়েছে নতুন করে ভাল হয়ে বাঁচার রসদ।
 
নেশা মুক্তির জন্য অভিনন্দন পত্র প্রদান
 
তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় তাঁদের এই নেশা মুক্তি আন্দোলনকে ছড়িয়ে দিতে শিবির পরিচালনা করার আমন্ত্রন পেয়েছেন।আগামীদিনে তাদের এই প্রচেষ্টায় আরও অনেক যুবকরা নেশা মুক্তির পথ খুজে পাবেতা বলার অপেক্ষা রাখেনা।