মুন্নী বেগম, গুয়াহাটি
জীবনের বাস্তবতা এবং তিতা-মিষ্টি অভিজ্ঞতাগুলোর প্রকাশ যখন শব্দের মাধ্যমে ঘটে, তখন তা-ই হয়ে ওঠে কবিতা। নতুন প্রজন্মের প্রতিভাবান কবি শাহিন আখতারও তাঁর কবিতার মাধ্যমে বাস্তব জীবনের এক সংবেদনশীল চিত্র তুলে ধরেছেন। ‘অসম গ্রন্থমেলা’-র বকুলতলা মঞ্চে শাহিনের ইংরেজি কাব্যগ্রন্থ "Words From Dust"-এর তৃতীয় সংস্করণ পাঠকমণ্ডলীর জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছিল।
‘আওয়াজ – দ্য ভয়েস’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে এই উদীয়মান কবি বলেন,"কবিতা লেখা আমার আবেগের বিষয়। কবিতার মাধ্যমে আমি আমার জীবনের নানা ভালো-মন্দ অভিজ্ঞতা প্রকাশ করি। বাস্তব জীবনের ছায়া নিয়ে আমি প্রতিনিয়ত সাদা কাগজে শব্দের ছাপ ফেলি। 'Words From Dust' বইটির মাধ্যমে আমি আমার জীবনকে নতুনভাবে পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মোট ৩০টি কবিতা সংকলিত এই বইটির তৃতীয় সংস্করণ ও প্রকাশিত হয়েছে।"উল্লেখ্য , শিক্ষাক্ষেত্রেও কৃতিত্ব দেখানো শাহিন আখতার ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সৃজনশীল লেখালেখি ও অনুবাদে পিজি ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন। পাশাপাশি, তিনি ইন্টারন্যাশনাল সংস্থা INTESOL-এর অধীনে ইংরেজি দ্বিতীয় ভাষা (ESL) শিক্ষক প্রশিক্ষণও সম্পন্ন করেছেন।
কবিতার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে শাহিন বলেন,"২০১৫ সালে আমি প্রথম কবিতা লেখা শুরু করি, তখন আমার বাবা স্নায়ুজনিত রোগে ভুগছিলেন। পুরো এক বছর তিনি ভীষণ কষ্ট সহ্য করেছিলেন । ২০১৬ সালে তাঁর মৃত্যু হয়। বাবার সেই কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই সময় আমার মন থেকে যেসব ব্যথা উঠে আসত, সেগুলো প্রকাশ করার জন্য আমি লেখা শুরু করি।অবচেতনভাবেই সেগুলো কবিতার রূপ পায়। আমার বাবার অসুস্থতা থেকে শুরু করে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত এবং তার পরবর্তী সময়ের অভিজ্ঞতাগুলো আমি কবিতায় প্রকাশ করেছি। ২০২২ সালে আমার কাব্যগ্রন্থ ‘Words From Dust’–এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল। আর একই ভাবে তৃতীয় সংস্করণ প্রকাশ হয়।”
কবিতার বই হাতে কবি শাহিন আখতার
কবিতার পাশাপাশি শাহিন ছোটগল্প, প্রবন্ধ এবং গ্রন্থ-সমালোচনাও লিখে আসছেন।তাঁর লেখাগুলি ‘The Assam Tribune’, ‘The Sentinel’ এবং ‘The Assam Post’ সহ বিভিন্ন ইংরেজি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তদুপরি, তিনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও সক্রিয়ভাবে সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন।শাহিন বলেন,"আমি নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নিয়ে লিখি না। আমার মনের যে অনুভব, সেটাকেই কবিতার মাধ্যমে প্রকাশ করি। আমি আমার কবিতায় খুব সাধারণ ও সহজ ইংরেজি ভাষা ব্যবহার করি, যাতে পাঠক সহজেই উপলব্ধি করতে পারেন। বর্তমানে ইংরেজি সাহিত্যের পাঠকের সংখ্যাও অনেক বেড়েছে। *‘Words From Dust’* কাব্যগ্রন্থটি সব বয়সের পাঠকদের মন ছুঁয়েছে। বইটির আগের দুটি সংস্করণে পাঠকদের সাড়া অত্যন্ত উৎসাহজনক ছিল।তাই তার তৃতীয় সংস্করণ প্রকাশে আগ্রহী হই। আমার কবিতাগুলোতে পাঠক জীবনের বাস্তবতা, প্রকৃত ভালোবাসা এবং প্রকৃতির একটি গভীর ছোঁয়া অনুভব করতে পারবেন।”
'Wizzen Monk Publications'-এর প্রকাশক ভার্গব ভরালি বলেন,"আমরা নতুন প্রজন্মের লেখকদের ব্যতিক্রমধর্মী লেখাগুলি প্রকাশ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কবি শাহিনের কাব্যগ্রন্থটি বাস্তব জীবনের উপর ভিত্তি করে লেখা একটি ইংরেজি কাব্যগ্রন্থ। এই বইটিতে জীবনের বহু তেতো-মিষ্টি অভিজ্ঞতা কবিতার মাধ্যমে প্রকাশ হয়েছে। পাঠক সমাজও এই বইটিকে আন্তরিকভাবে গ্রহণ করেছে।”উল্লেখযোগ্য যে, কবি ও সাহিত্যিক শাহিন অনুপ্রেরণামূলক উদ্ধৃতি লেখতেও বিশেষ আগ্রহী।২০২১ সালের ১৫ আগস্ট গুজরাট সাহিত্য একাডেমির সহযোগিতায় ‘Motivational Strips – World's Most Active Writers’ Forum’-এর পক্ষ থেকে তাঁকে ‘স্বাধীনতা দিবস সাহিত্য সম্মান’ প্রদান করা হয় তাঁর সৃষ্টিশীল সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ।
কবি শাহিন আখতারের প্রকাশিত সংকলন
২০১৯ সালে, চেন্নাই-ভিত্তিক Swaip Page দ্বারা প্রকাশিত সংকলন"The Book of 500 Best Poems – India’s Biggest Anthology"–এ তাঁর ছয়টি কবিতা স্থান পেয়েছিল।২০২২ সালে গুয়াহাটির ডন বস্কো হাইস্কুলে অনুষ্ঠিত একটি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমন্ত্রণ পান শাহিন।এছাড়াও, 'ব্যতিক্ৰম মাসডো' কর্তৃক আয়োজিত ‘আন্তর্জাতিক লেখক সম্মেলন’-সহ বিভিন্ন সাহিত্যমূলক অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।