এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
 এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ
এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ

কলকাতা

দিল্লি ও আগরতলার পর এবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ। বুধবার ৭ জানুয়ারি থেকে কলকাতার উপ-হাইক‌মিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বুধবার থেকেই উপ-হাইক‌মিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ভিসা প্রদান বন্ধ থাকছে। তবে ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

কলকাতা উপ-হাইক‌মিশনের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। ওই সিদ্ধান্তের পর থেকে এখন পর্যন্ত এসব মিশনে ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে।