২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচন আয়োজন করল মিয়ানমারের সামরিক জান্তা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 6 h ago
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচন আয়োজন করল মিয়ানমারের সামরিক জান্তা
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচন আয়োজন করল মিয়ানমারের সামরিক জান্তা

নয়া দিল্লি

সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারে দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম দেশটিতে জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মিয়ানমারের নির্বাচন কমিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। রাজধানী নেইপিদো ছাড়াও বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তা নিয়ন্ত্রিত শহর ও গ্রামাঞ্চলে একযোগে ভোট চলছে। বাংলাদেশ সময় অনুযায়ী ভোট শুরু হয় সকাল সাড়ে ৬টায়।

তবে দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চল ও প্রদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। নিরাপত্তাজনিত ঝুঁকি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ না থাকায় এসব এলাকায় নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে মিয়ানমারে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। ওই নির্বাচনে ভূমিধস জয় পায় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে ক্ষমতা দখলের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

এই নির্বাচনের মাধ্যমে জান্তা সরকার রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে বিশ্লেষকদের ধারণা। তবে বিরোধী দলগুলোর অংশগ্রহণ সীমিত থাকা এবং বড় অংশের এলাকায় ভোট না হওয়ায় নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে দেশ-বিদেশে প্রশ্ন উঠেছে।