ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্ট ঘিরে অশান্তি, বাতিল অনুষ্ঠান; আহত অন্তত ২৫ জন

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্ট ঘিরে অশান্তি, বাতিল অনুষ্ঠান; আহত অন্তত ২৫ জন
ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্ট ঘিরে অশান্তি, বাতিল অনুষ্ঠান; আহত অন্তত ২৫ জন
 
ঢাকা 

বাংলাদেশের রকসংগীতের কিংবদন্তি শিল্পী জেমসের বহুল প্রতীক্ষিত কনসার্ট শুক্রবার গভীর রাতে ফরিদপুর জিলা স্কুলে হঠাৎ করেই বাতিল করা হয়। অনুষ্ঠানের ঠিক আগে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন বলে জানা গেছে।
 
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল জেমসের পরিবেশনা। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ স্কুল প্রাঙ্গণে মঞ্চে ওঠার কথা ছিল তাঁর। কিন্তু তার কিছুক্ষণ আগেই অনুষ্ঠানস্থলে জোরপূর্বক ঢোকার চেষ্টা করেন একদল বহিরাগত, যাঁরা অনুষ্ঠানের আমন্ত্রিত বা নিবন্ধিত অংশগ্রহণকারী ছিলেন না।
 
আয়োজকদের তরফে জানানো হয়েছে, বার্ষিকী অনুষ্ঠানটি শুধুমাত্র বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। তবে জেমসের উপস্থিতির খবরে বিপুল সংখ্যক মানুষ স্কুলের আশপাশে ভিড় জমান। প্রবেশে বাধা পেয়ে অনেকে মুজিব রোড এলাকায় অবস্থান নেন। পরে তাঁদের জন্য বাইরে বড় পর্দার ব্যবস্থা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
 
রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন ব্যক্তি স্কুলের পাঁচিল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ও শিক্ষার্থীরা বাধা দিলে ইট-পাথর ছোড়া শুরু হয়, যা সরাসরি স্কুল চত্বর ও মঞ্চের দিকে এসে পড়ে। এই হামলায় ভেতরে থাকা একাধিক ব্যক্তি আহত হন।
 
ঘটনার জেরে রাত ১০টা নাগাদ জেলা প্রশাসনের নির্দেশে কনসার্ট বাতিলের ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য রাজিবুল হাসান খান জানান, হামলার পেছনে কারা ছিল বা কী কারণে এই অশান্তি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। তাঁর মতে, আহত শিক্ষার্থীর সংখ্যা ১৫ থেকে ২০ জনের মধ্যে।
 
উল্লেখ্য, ১৮৪০ সালে ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত ফরিদপুর জিলা স্কুল দেশের অন্যতম ঐতিহ্যবাহী সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। দেড় শতাব্দীরও বেশি সময় ধরে এই স্কুল শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ঐতিহাসিক প্রতিষ্ঠানের বার্ষিকী অনুষ্ঠানে এমন সহিংসতা ঘিরে ব্যাপক উদ্বেগ ও হতাশা ছড়িয়েছে।