সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 18 h ago
সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা
সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা

কোচবিহার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তঘেঁষা এলাকায় রাতের আঁধারে নতুন করে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় এক কিলোমিটারজুড়ে এই কাজ শুরু করা হয় বিএসএফের পাহারায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং নির্মাণকাজে বাধা দেয়, এবং সীমান্তে বাংকার খুঁড়ে অবস়হান নেয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর কাছে বিজিবিবিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের এবং ভারতের পক্ষে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।

বিজিবি জানায়, সীমান্তের কাছাকাছি এলাকায় বিএসএফ মাটি ভরাটসহ পাকা সড়কের প্রস্তুতি নিচ্ছিল। বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং তাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে শুরু করেছে।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, বিষয়টি নিয়ে শিগগিরই উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরেকটি পতাকা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সতর্ক নজরদারিতে রাখা হয়েছে।