বঙ্গে নাবালিকা কন্যার বিয়ে আটকাল পুলিশ, বর ও কনের বাবা সহ গ্রেপ্তার ৮

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
বঙ্গে নাবালিকা কন্যার বিয়ে আটকাল পুলিশ, বর ও কনের বাবাসহ গ্রেপ্তার ৮
বঙ্গে নাবালিকা কন্যার বিয়ে আটকাল পুলিশ, বর ও কনের বাবাসহ গ্রেপ্তার ৮

কলকাতা:

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক নাবালিকা কন্যার বিয়ে আটকে দিয়ে পুলিশ বরসহ দুই পরিবারের মোট আটজনকে গ্রেপ্তার করেছে বলে মঙ্গলবার এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়নগরের বাহারুর বাসিন্দা ২২ বছর বয়সি আরিফুল মোল্লার সঙ্গে কুলতলির এক নাবালিকা মেয়ের বিয়ে নির্ধারিত ছিল। বিয়ের জন্য জাঁকজমকপূর্ণ প্রস্তুতিও চলছিল।

কনে নাবালিকাএমন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুলতলি থানার পুলিশশিশু কল্যাণ দপ্তরের আধিকারিকরা সোমবার রাতে বিয়ের স্থলে পৌঁছে অনুষ্ঠান বন্ধ করে দেন

পুলিশ বর, কনের বাবা, কনের কাকা, বরের মামা এবং পরিবারের আরও তিন সদস্যকে আটক করেসব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় আট

জিজ্ঞাসাবাদের সময় বর দাবি করেন, তিনি কনের প্রকৃত বয়স সম্পর্কে অবগত ছিলেন না বলে পুলিশ জানিয়েছে

নাবালিকা কন্যাটিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরিবার তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওই পুলিশ আধিকারিক জানান