পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার, মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 7 d ago
 মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী
মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী

কলকাতা

রাজ‍্যের নতুন মুখ‍্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। এই প্রথমবার রাজ্যের মুখ‍্যসচিব পদে কোনও মহিলা আইএসএস-কে বসানো হল। তিনি স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব ও সামলাচ্ছিলেন। এর আগে পর্যটন সহ রাজ্যের একাধিক দফতরে সচিব পদে দায়িত্ব সামলেছেন নন্দিনী। রাজভবনেও কিছু সময় দায়িত্বে ছিলেন তিনি। এবার সেই নন্দিনী চক্রবর্তী হলেন মুখ্যসচিব।

 মনোজ পন্থকে করা হল প্রিন্সিপাল সেক্রেটারি টু চিফ মিনিস্টার। মনোজ পন্থের মেয়াদ ফুরিয়েছে আগেই। পরে সেই মেয়াদ বাড়ানো হয়। গত ৬ মাস ধরে সেই বর্ধিত মেয়াদে মুখ‍্যসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। আজ, ৩১ ডিসেম্বর সেই মেয়াদ শেষ হল। ভোটের আগে তাঁর আরও ৬ মাসের জন্য মেয়াদ বৃদ্ধির আবেদন করে দিল্লিতে ডিওপিটি-তে পাঠানো হয়েছিল। পরে তা খারিজ হয়ে যায়।

১৯৯৪ সালের ক‍্যাডারের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। তাঁকে মুখ্যসচিব করে স্বরাষ্ট্রসচিব করা হয়েছে জগদীশ প্রসাদ মিনাকে। লা গণেশন যখন বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তখনই রাজভবনের সচিব পদে দায়িত্ব পান নন্দিনী চক্রবর্তী। পরে সি ভি আনন্দ বোস রাজ্যপাল পদে আসার পর নন্দিনীকে নিয়ে নবান্ন-রাজভবন সংঘাত তৈরি হয়। রাজ্যপালের প্রতীকী হাতেখড়ি অনুষ্ঠানের পর বিরোধী দলের নেতাদের মুখে নন্দিনী চক্রবর্তী প্রসঙ্গে নানা মন্তব্য শোনা যায়। তাঁকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলেও উল্লেখ করেছিলেন বিজেপি নেতারা।

পরে রাজ্যপাল নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। তা সত্ত্বেও অফিস না ছাড়ায় নন্দিনীকে নিয়ে বিতর্ক তৈরি হয়। নবান্ন থেকে তাঁকে সরানো হয়নি। পরে পর্যটন দফতরের সচিব করা হয় তাঁকে। এরপর স্বরাষ্ট্রসচিব হন। আর এবার মুখ্যসচিব পদে সেই নন্দিনী চক্রবর্তী।