এবার বাণিজ্যনগরী দেখবে মেসি-মায়া, শচীন সাক্ষাৎ হবে ওয়াংখেড়েতে

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
এবার বাণিজ্যনগরী দেখবে মেসি-মায়া, শচীন সাক্ষাৎ হবে ওয়াংখেড়েতে
এবার বাণিজ্যনগরী দেখবে মেসি-মায়া, শচীন সাক্ষাৎ হবে ওয়াংখেড়েতে
 
মুম্বই ঃ
 
কলকাতা, হায়দরাবাদের পরে এবার মুম্বই। লিওনেল মেসি বাণিজ্যনগরীতে মায়াজাল বুনবেন। বিকেল সাড়ে চারটে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় প্যাডেল গোট কাপে অংশ নেবেন মেসি। তার পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নজরকাড়া এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাঁর সঙ্গী হিসেবে থাকবেন রড্রিগো দি'পল ও লুইস সুয়ারেজও।

ওয়াংখেড়েতে হাইপ্রোফাইল অতিথিরা থাকবেন। কলকাতায় শাহরুখ খানের সঙ্গে হোটেলে সাক্ষাৎ হয়েছিল মেসির। কিং খানের ঘরের মাঠে ফের মেসি-সাক্ষাৎ হবে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুবভারতীতে দেখা হয়নি মেসির। ভারতের বিশ্বজয়ের মাঠে শচীন তেণ্ডুলকর ও এলএম ১০-এর গোট সাক্ষাৎ হবে। দুই পৃথিবীর মিলনান্তক দৃশ্য দেখবে ওয়াংখেড়ে। 

বিকেল পাঁচটায় সেভেন আ সাইড প্রদর্শনী ফুটবল টুর্নামেন্টে খেলবেন জ্যাকি শ্রফ, জন আব্রাহামরা। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হবে ওয়াংখেড়েতে। রুদ্ধদ্বার চ্যারিটি ফ্যাশন শো ও নিলামের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

কলকাতার অনুষ্ঠানে বল পায়ে মেসিকে দেখা যায়নি। দর্শক অসন্তোষে যুবভারতী স্টেডিয়ামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হায়দরাবাদে আবার অন্য ছবি দেখা গিয়েছে। সেখানে মেসি সুশৃঙ্খল জনতার সামনে শট করেছেন বলে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে পাস খেলেছেন। দুর্দান্ত এক মেসি শোয়ের অপেক্ষায় মুম্বই।