অক্টাগনে উড়ল তিরঙ্গা: ব্রেভ সিএফ ১০৩-এ কাশ্মীরের ওয়াইস ইয়াকুবের গর্জন

Story by  atv | Posted by  Aparna Das • 2 d ago
ওয়াইস য়াকুব
ওয়াইস য়াকুব
 
নয়াদিল্লি

কাশ্মীরের এমএমএ যোদ্ধা ওয়াইস য়াকুব (Owais Yaqoob) ব্রেভ সিএফ ১০৩-এ এক দুর্দান্ত ও বিস্ফোরক পারফরম্যান্স উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। ইউএফসি হল অব ফেমার খাবিব নুরমাগোমেদভের তত্ত্বাবধানে আমেরিকান কিকবক্সিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়া এই তরুণ যোদ্ধার লড়াই ছিল ভারতীয় এমএমএ অনুরাগীদের জন্য আনন্দের এক বিশেষ মুহূর্ত।
 
চলতি বছরটি ভারতীয় এমএমএ মহলের জন্য খুব একটা সুখকর ছিল না। আন্তর্জাতিক স্তরে একের পর এক পরাজয় হতাশা বাড়িয়েছিল। ঠিক সেই প্রেক্ষাপটে ওয়াইস য়াকুবের এই জয় যেন নতুন আশার আলো হয়ে এল।
২৩ ডিসেম্বর উজবেকিস্তানের বুখারায় অনুষ্ঠিত ব্রেভ সিএফ ১০৩-এ য়াকুবের মুখোমুখি হওয়ার কথা ছিল জাখারুদ্দিন গাফুরভের। তবে নির্ধারিত তারিখের কয়েক সপ্তাহ আগে গাফুরভ সরে দাঁড়ান। এরপর লাইটওয়েট বিভাগে য়াকুবের প্রতিপক্ষ হন মেহমেত জান তাসদভ।
 
প্রাক্তন ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভের সঙ্গে দীর্ঘদিন অনুশীলনের ফল এদিন স্পষ্টভাবে ধরা পড়ে য়াকুবের লড়াইয়ে। বড় মঞ্চে নতুন যোদ্ধা হয়েও তাঁর মধ্যে যে দৃঢ়তা, আগ্রাসন আর আত্মবিশ্বাস দেখা যায়, তা বিরল।
 
ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই ইয়াকুব পুরো লড়াইয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেন। শক্তিশালী রেসলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখেন তিনি। খাঁচার ধারে প্রতিপক্ষকে আটকে একের পর এক শক্তিশালী হাঁটুর আঘাত হানেন। একটি হাঁটু সরাসরি মাথায় লাগতেই প্রতিপক্ষ মাটিতে লুটিয়ে পড়ে। এরপর নির্মম গ্রাউন্ড অ্যান্ড পাউন্ডে মাত্র দেড় মিনিটের মধ্যেই প্রথম রাউন্ডে টেকনিক্যাল নকআউটে জয় নিশ্চিত করেন য়াকুব। তাঁর এই ঝড়ো পারফরম্যান্স দর্শকদের স্তব্ধ করে দেয় এবং অনেকের কাছেই তা খাবিব নুরমাগোমেদভের লড়াইয়ের ধাঁচের কথা মনে করিয়ে দেয়।
আমেরিকান কিকবক্সিং অ্যাকাডেমির প্রধান কোচ জাভিয়ের মেন্দেজের তত্ত্বাবধানে য়াকুব নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি খাবিব নুরমাগোমেদভ, ইসলাম মাখাচেভসহ দাগেস্তানের একাধিক শীর্ষ যোদ্ধার সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছেন তিনি। সাম্প্রতিক পারফরম্যান্সে তাঁর খেলায় যে স্পষ্ট উন্নতি হয়েছে, তা চোখে পড়ার মতো। ব্রেভ সিএফ ১০৩-এ এই জয়ের মাধ্যমে য়াকুব তাঁর টানা জয়ের সংখ্যা বাড়িয়ে পাঁচে নিয়ে যান।
 
বর্তমানে ওয়াইস য়াকুবের পেশাদার এমএমএ রেকর্ড ৫-১। তাঁর একমাত্র পরাজয়টি এসেছিল কেরিয়ারের প্রথম পেশাদার লড়াইয়ে, ম্যাট্রিক্স ফাইট নাইট ১১-তে নীরজ পাংহালের বিরুদ্ধে।
 
জম্মু ও কাশ্মীরের কাশ্মীর থেকে উঠে আসা য়াকুব অক্টাগন সাক্ষাৎকারে জানান, ব্রেভ সিএফ ১০৩-এর প্রস্তুতি পর্বে তিনি ভারতের ইউএফসি যোদ্ধা অঁশাল জুবিলির সঙ্গে অনুশীলন করেছেন। অঁশালকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভারতীয় যোদ্ধারাই এই খেলায় সেরাদের মধ্যে রয়েছেন।
য়াকুব বলেন, “আমি ভারতে আমার ট্রেনিং পার্টনারদের ধন্যবাদ জানাতে চাই। আমি ইউএফসি ফাইটার অঁশাল জুবিলির সঙ্গে অনুশীলন করি। এই ক্যাম্পের জন্য আমরা ভারতে অনেক কোচের সঙ্গে কঠোর পরিশ্রম করেছি এবং এখানে এসে প্রমাণ করেছি যে আমরা সেরা।”
 
তিনি আরও জানান, শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গেই লড়াই করতে চান তিনি এবং ভারতের প্রথম ব্রেভ চ্যাম্পিয়ন হওয়াই তাঁর স্বপ্ন। অন্যদিকে, অঁশাল জুবিলি বর্তমানে ইউএফসি ৩১২-এ কুইলন সালকোল্ডের বিরুদ্ধে মাত্র ১৯ সেকেন্ডে নকআউট হারের পর বিরতিতে রয়েছেন।