আজ থেকে দিল্লিতে শুরু দ্বিতীয় টেস্ট, ভারতের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়ন শিপের দ্বিতীয় স্থানে উঠে আসা

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 20 d ago
দ্বিতীয় টেস্টে ভারত-অষ্ট্রেলিয়া মুখোমুখি
দ্বিতীয় টেস্টে ভারত-অষ্ট্রেলিয়া মুখোমুখি
শান্তিপ্রিয় রায়চৌধুরী:

আজ থেকে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ভারত-অষ্ট্রেলিয়া মুখোমুখি হবে। জানা গেছে,আমেদাবাদের উল্টো পিচ বানানো হয়েছে দিল্লিতে। আমেদাবাদের প্রথম টেস্ট শেষ হয়েছিল আড়াই দিনে। সেই পিচে বোলাররা সাহায্য পেয়েছিল। এই পিচে সাহায্য পাবেন ব্যাটাররা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচে অল্প ঘাস রাখা হয়েছে। খেলা হবে কালো মাটির পিচে, যেখানে সুবিধা পেতে পারেন ব্যাটাররা। প্রথম দিন পেসাররা সুবিধা পেলেও পরের দিকে পিচ শুকিয়ে যাওয়ার পর পিচে স্পিনাররা সাহায্য পাবেন।

আমেদাবাদের পিচ ছিল সবচেয়ে সবুজ। জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ,ভারতের এই দুই জোরে বোলারই সাহায্য পেয়েছিলেন পিচ থেকে। দুই ইনিংস মিলিয়ে এই দুই বোলারের সামনে ৯০ ওভারও খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়‌। এর ফলে ম্যাচ আড়াই দিনে শেষ হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ  ইনিংস ও ১৪০ রানে হেরেছিল।

কিন্তু দিল্লির পিচ ব্যাটিং সহায়ক। ২০২৩-এ শেষ বার দিল্লিতে টেস্ট খেলা হয়েছিল। সেই টেস্টে অস্ট্রেলিয়া ভারত মুখোমুখি হয়েছিল। কিন্তু তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল সেই ম্যাচ। সেবার ব্যাটিং সহায়ক পিচেও অস্ট্রেলিয়া হেরেছিল ৬ উইকেটে। সুতরাং দিল্লির এই ব্যাটিং সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজ কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে 
সেটাই দেখার। 

এদিকে ওয়েস্ট ইন্ডিজ়কে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ভারতের কোনও সুবিধা হয়নি। পয়েন্ট তালিকায় ভারত তিন নম্বরেই থেকে গেছে। আড়াই দিনে টেস্ট জিতে ভারত ১২ পয়েন্ট পেয়েছে। ছ’টি টেস্টের তিনটিতে জিতে এবং একটিতে ড্র করে ভারতের মোট পয়েন্ট ৪০। পয়েন্ট পাওয়ার হিসাবটা হল, জিতলে ১২ পয়েন্ট এবং ড্র করলে ৪ পয়েন্ট পাওয়া যায়।
ভারতের পয়েন্টের শতকরা হার ৫৫.৫৬। এই শতাংশের হিসাব হয় সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট এবং প্রাপ্ত পয়েন্টের বিচারে। যেহেতু ভারত ছ’টি টেস্ট খেলেছে, সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট ৭২। সেখানে ভারত পেয়েছে ৪০ পয়েন্ট। এর শতকরা হার ৫৫.৫৬।

শতকরা হারের বিচারেই পয়েন্ট তালিকা নির্ধারিত হয়ে থাকে। ভারতের থেকে কম পয়েন্ট পেয়েও প্রথম দু’টি স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া তিনটি টেস্ট খেলে তিনটিতেই জিতেছে। তাদের পয়েন্টের শতকরা হার ১০০। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা দু’টি টেস্ট খেলে একটি জিতেছে, একটি হেরেছে। তাদের পয়েন্টের শতকরা হার ৬৬.৬৭।
তৃতীয় স্থানে থাকা ভারতের পর রয়েছে ইংল্যান্ড (৪৩.৩৩ শতাংশ), বাংলাদেশ (১৬.৬৭), ওয়েস্ট ইন্ডিজ় (০.০০)। ওয়েস্ট ইন্ডিজ় চারটি টেস্ট খেলে চারটিতেই হেরেছে। নিউ জ়িল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একটিও ম্যাচ খেলেনি।