আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্টান প্রাক্তন কিংবদন্তি জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউসের উপস্থিতি ছিল উজ্জ্বল

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 18 d ago
আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্টান
আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্টান
 
শান্তি প্রিয় রায়চৌধুরী:

রবিবার ছিল আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানটি ছিল টাউন হলে। অনুষ্ঠানে গতবারের কলকাতা লিগের বিভিন্ন ডিভিশনের চ্যাম্পিয়ন-রানার্স ও সেরা ফুটবলার, কোচেদের পুরস্কৃত করা হয়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পাশাপাশি আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সচিব অনির্বাণ দত্ত সহ সব শীর্ষ কর্তারাই উপস্থিত ছিলেন। কিন্তু এদিনের পুরস্কার বিতরনী অনুষ্ঠান উজ্জ্বল ছিল প্রাক্তন কিংবদন্তি জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউসের উপস্থিতিতে। সফল প্রতিযোগিরা তার হাত থেকে পুরস্কার নিতে পেরে গর্বিত বোধ করেছেন। 

গতবারের প্রিমিয়ার চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ফুটবলারদের হাতে পদক তুলে দেন লোথার ম্যাথাউস। সেরা কোচ হয়েছেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন জেসিন টিকে। এছাড়াও সদ্য সাব জুনিয়র চ্যাম্পিয়ন বাংলা দল, জুনিয়র জাতীয় ফুটবলে রানার্স ও মহিলাদের সিনিয়র জাতীয় ফুটবলে রানার্স বাংলা দলকে ম্যাথাউসের হাত দিয়ে পুরস্কৃত করা হয়।  

অনুষ্ঠানে আইএফ সচিব অনির্বাণ দত্ত বলেন, “আইএফএ-র বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে লোথার ম্যাথাউসের মতো এত বড় মাপের তারকার উপস্থিতিতে আমরা গর্বিত। তিনি পুরস্কার প্রাপকদের যেভাবে উৎসাহ দিয়ে গেলেন তা বিশাল  প্রাপ্তি।”

অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রীর অনুরোধ:

এদিন অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী আইএফএকে অনুরোধ করেন আগষ্টের মধ্যে কলকাতা লিগ শেষ করার। তিনি বলেন,  "লিগেই ছোট দল গুলো কষ্ট করে ভালো দল গড়ে। ক্লাবগুলো চেষ্টা করে বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দিতা করার। কিন্তু আগস্ট মাসের পর লিগ চললে আর ছোট দলগুলো দল ধরে রাখতে পারে না। কারন, ফুটবলার গুলোকে তারা ধরে রাখতে পারে না। সেই দিক থেকে চেয়ে কলকাতা লিগ অন্তত আগস্ট মাসের মধ্যে শেষ করলে ছোট দলগুলো দল ধরে রাখতে পারে। আমার মনে হয় তাতে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। বড় ক্লাব গুলোর এতে কোনো সমস্যা হয় না।কারন, বড় ক্লাব গুলোর সঙ্গে সারা বছর তো ফুটবলার থাকে। তাই ছোট ক্লাবের দিকে চেয়ে  লিগ শেষ করা উচিত আগস্টের মধ্যে। তাই আমি আইএফএ-কে অনুরোধ করব আগামী বছর থেকে আগস্টের  মধ্যে যেন লিগ শেষ করা যায়। "

তিনি সমালোচনা করেছেন রেফারিং নিয়েও। তিনি বলেন, "অনেক ছোট ক্লাব সর্বস্ব দিয়ে দল গড়েও পিছিয়ে পড়ছে খারাপ রেফারিংয়ের জন্য।  রেফারিদের এনিয়ে সজাগ হতে হবে।এটা ময়দানে দীর্ঘ দিন ধরে চলে আসছে। আর কয়েকদিন আগে কলকাতা মাঠে গড়াপেটা কাণ্ডটাও খুবই লজ্জা দেয়।"
 
এনিয়ে পুলিশের প্রশঙসা করে তিনি বলেন,"জালে ধরা পড়েছে বেশ কয়েকজন। তার জন্য আমি কলকাতা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি। তিনি আইএফের উদ্দেশ্যে বলেন, “মাঠে গড়াপেটা নিয়ে আপনারা লড়াই করেছেন। আপনারা আমাকে বলেছিলেন কলকাতা পুলিশের সঙ্গে এনিয়ে কথা বলতে। আমি কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেছি। কলকাতা পুলিশ এনিয়ে যে ভাবে  সাহায্য করছে তার জন্য তাদের সাধুবাদ জানাই।”