শান্তিপ্রিয় রায়চৌধুরী :
১৮ অক্টোবর শনিবার। আইএফএ শিল্ড ফাইনাল ।মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ।ইস্টবেঙ্গল সেমিফাইনালে নামধারীকে ও মোহনবাগান ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠেছে। ডার্বি ম্যাচ। তাই বিতর্ক এড়াতে আইএফএ ভিন রাজ্যের রেফারি আনছে। এর আগেও ডার্বি ম্যাচে ভিন রাজ্যের রেফারি এসেছে। ফাইনাল ম্যাচটি শুরু হবে শনিবার সন্ধ্যা ছ'টায়।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছিলেন, যদি ফাইনালে দু'প্রধান ওঠে তাহলে ফাইনাল যুবভারতীতে হবে। সুতরাং ফাইনাল হচ্ছে যুবভারতীতেই।
এদিকে ঐতিহ্যশালী শিল্ড ফাইনালকে আকর্ষণীয় করতে তুলতে আইএফএ সাংস্কৃতিক অনুষ্ঠানও করছে ফাইনালে।
এদিকে ফাইনালের টিকিট অনলাইনে বাজারে ছেড়ে দিয়েছে আইএফএ। আইএফএ আগেই জানিয়েছে ১৫ হাজার টাকার টিকিটমূল্যের পুরোটাই তুলে দেওয়া হবে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সাহায্যার্থে গঠিত ত্রাণ তহবিলে।রাজ্য ফুটবল সংস্থার আশা, ফাইনাল ডার্বি হলে স্টেডিয়াম ভর্তি হয়ে যাবে।