শান্তিপ্রিয় রায় চৌধুরী:
এখন বেশিরভাগ সময় লন্ডনে থাকেন বিরাট কোহেলি। গত চার মাস লন্ডনে থাকার পর দেশে ফিরে আবার গতকাল লন্ডনে গেছেন তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের ম্যাচ খেলতে।
তবে দেশের বাইরে থাকলেও খেলার মাঠকে তিনি ভুলে যাননি । ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে বিরাট নিজেকে তৈরি রাখছেন। ভারতের এই ব্যাটিং গ্রেট তার একদিনের সতীর্থ দীনেশ কার্তিককে বলেছেন, সুয়োগ পেলে সামনের ২০২৭ বিশ্বকাপতো খেলেতে হবে! তাই নিজেকে প্রস্তুত রাখতে লম্বা ছুটির সময়ও নিয়মিত ঘাম ঝরাচ্ছি।
টি-টোয়েন্টি আর টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর কোহলির ক্রিকেটীয় ব্যস্ততা নেই বললেই চলে। সেই জুন মাসে আইপিএলে খেলেছেন তারপর থেকে আর প্যাড পরে মাঠে নামেননি, রয়েছেন ক্রিকেটের বাইরে।এর মাঝে এখন শুধু একদিনের ম্যাচে খেলার প্রস্তুতি জন্য নিজেকে তৈরি রাখছেন।
২০২৭ বিশ্বকাপ শেষে ইংল্যান্ডে থিতু হওয়ার ভাবনা আছে তার। এখন সন্তান ও অনুষ্কা শর্মাকে নিয়ে লন্ডনেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বলিউড তারকা আনুশকা শর্মাও বলিউডে আর বেশি সময় দিচ্ছেন না। কারণ দুই আঙ্গিনার দুই তারকা এখন চাইছেন নিরিবিলি সময় কাটাতে। তারা চাইছেন খ্যাতির ঝলকানি থেকে সরে নির্ঝঞ্ঝাট জীবন যাপন করতে।
ধারাভাষ্যকার, বিশ্লেষক ও ভারতীয় দলের প্রাক্তন কিপার-ব্যাটার দিনেশ কার্তিক বলছেন," টেস্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নিয়ে দীর্ঘদিন যে লম্বা বিরতি সে পেয়েছে, এই সময়টাতেও সে লন্ডনে অবসরের মাঝে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছে। আমি জানি, সে খুব সহজেই ক্রিকেট চর্চা চালিয়ে গেছে। সপ্তাহে দু-তিনটি সেশন করেছে। আর এটাই বলে দিচ্ছে, সে আসন্ন বিশ্বকাপকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে।”
ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বিরাট কতটা পারফর্ম বিশ্বকাপে করতে পারবেন তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে দীনেশ কার্তিক কোহলির মতো পরীক্ষিত একজনকে নিয়ে কোনো সংশয়ের কারণ দেখেন না।
গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের পর প্রথমবার ভারতের জার্সিতে রবিবার পারথে খেলতে দেখা যাবে বিরাটকে।