কলকাতা
শনিবারে কলকাতা রূপ নিল এক অভূতপূর্ব উৎসবের শহরে। ফুটবল আর বিনোদনের দুই মহাতারকা, লিওনেল মেসি ও শাহরুখ খান, একই দিনে হাজির হয়ে শহরজুড়ে ছড়িয়ে দিলেন উন্মাদনা। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভার্চুয়ালি উদ্বোধন হল মেসির ৭০ ফুট উচ্চতার বিশাল মূর্তি, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী সুজিত বসু ও বলিউড সুপারস্টার শাহরুখ খান।
মায়ামি থেকে ভারতে আসা ২০২২ ফিফা বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি শনিবার কলকাতায় পা রাখেন তাঁর তিন দিনের ‘গোট ট্যুর ইন্ডিয়া ২০২৫’-এর প্রথম পর্বে। শহরের বিভিন্ন প্রান্তে ভিড় জমায় হাজার হাজার সমর্থক, এক ঝলক প্রিয় তারকাকে দেখার আশায়।
লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তৈরি লোহার এই বিশাল মূর্তিতে বিশ্বকাপ ট্রফি হাতে ধরা মেসিকে ফুটিয়ে তোলা হয়েছে। মাত্র ৪০ দিনের মধ্যে সম্পূর্ণ হওয়া এই মূর্তিকে বিশ্বের সর্বোচ্চ মেসি-মূর্তি হিসেবে দাবি করা হচ্ছে। ক্লাব সভাপতি ও মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, মেসি ও তাঁর টিম আগেই সম্মতি দিয়েছিলেন এবং এই উদ্যোগে তাঁরা অত্যন্ত খুশি।
দিনভর মেসির কর্মসূচিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও রয়েছে তালিকায়। কলকাতার পর মেসির সফরসূচিতে রয়েছে হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লি, ১৩ থেকে ১৫ ডিসেম্বর জুড়ে চলবে সর্বভারতীয় উদ্যাপন।
ফুটবল জোশে বলিউডের গ্ল্যামার যোগ করতে শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছান শাহরুখ খান, সঙ্গে ছোট ছেলে আব্রাম। শীত ঠেকাতে বিনির্মিত পোশাকে, অনুরাগীদের উদ্দেশে হাসিমুখে হাত নাড়তে দেখা যায় কিং খানকে। আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, এইবার কলকাতায় তাঁর দিনটা সম্পূর্ণই ‘মেসি’র জন্য।
উল্লেখ্য, ২০১১ সালে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুবভারতীতে প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন মেসি, ১৪ বছর পর তাঁর এই প্রত্যাবর্তন কলকাতার ফুটবলপ্রেমকে আরও একবার বিশ্বমঞ্চে তুলে ধরল। ফুটবল, সিনেমা আর জনতার আবেগ, সব মিলিয়ে শনিবারের কলকাতা হয়ে উঠল ইতিহাসের সাক্ষী।