সামনের মাসে শুরু হতে যাওয়া বেঙ্গল সুপার লীগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন জার্মান কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 12 d ago
কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস
কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস
 
শান্তিপ্রিয় রায়চৌধুরী:

লোথার ম্যাথাউস, এই জার্মান কিংবদন্তি তারকা ফুটবলার যিনি ১৯৯০ সালের বিশ্বকাপ বিজয়ী জার্মান দলের দলনেতা ছিলেন,যিনি ১৯৮২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন সেই কিংবদন্তি কলকাতায় আসছেন আইএফএর বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড আম্বাসেডর হয়ে।উল্লেখ্য,জুলাই মাসে বেঙ্গল সুপার লিগের ‘লোগো’ উন্মোচিত হয়েছে।

গতকাল শুক্রবার জার্মানি থেকে এক ভারচুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বার্তা দিয়েছেন লোথার ম্যাথাউস। এই ভারচুয়াল কনফারেন্সে উপস্থিত ছিলেন শ্রাচী স্পোর্টসের রাহুল টোডি এবং তমাল ঘোষাল। খেলোয়াড়দের মধ্যে ছিলেন আলভিটো ডি’কুনহা, সুলে মুসা, সঞ্জয় সেন, মেহতাব হোসেন ও রহিম নবি।

সামনের মাসে আইএফএ’র সহযোগিতায় শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। মোট ৮টি ফ্রাঞ্চাইজি দল নিয়ে সারা বাংলা জুড়ে আয়োজিত এই সুপার লিগে ২০০ জন ফুটবলার থাকবেন। আটটি ফ্রাঞ্চাইজি দলের প্রতিটিতে তিনজন করে বিদেশি ফুটবলার থাকবে। বিদেশী নেয়ার কারন প্রতিযোগিতাকে আকর্ষণীয় করে তোলা।

আইপিএলের ধাঁচেই হবে ফুটবলারদের নিয়ে নিলাম। প্রত্যেক দলের মুখ হবেন বাংলার তারকা ফুটবলাররা।
যেমন মালদা ও সুন্দরবনের দায়িত্বে থাকতে চলেছেন সঞ্জয় সেন এবং মেহতাব হোসেন।
 
এদিকে বেঙ্গল সুপার লিগের টেলিকাস্ট পার্টনার হচ্ছে ‘জি’কে। বলা যেতে পারে রীতিমতো প্রস্তুতি নিয়েই বেঙ্গল সুপার লিগের ময়দানে নামছে শ্রাচী স্পোর্টস।