প্রধানমন্ত্রী জাতীয় পদক ‘বাল’ পুরষ্কার পেলেন ক্রিকেটার বৈভব সূর্যবংশী

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 2 d ago
প্রধানমন্ত্রী জাতীয় পদক ‘বাল’ পুরষ্কার পেলেন ক্রিকেটার বৈভব সূর্যবংশী
প্রধানমন্ত্রী জাতীয় পদক ‘বাল’ পুরষ্কার পেলেন ক্রিকেটার বৈভব সূর্যবংশী

নয়া দিল্লি

ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী প্রতিদিন নতুন সাফল্য অর্জন করছে। মাত্র ১৪ বছর বয়সেই সে ক্রিকেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে এবং একাধিক রেকর্ড গড়েছে। তার এই অসাধারণ পারফরম্যান্সের জন্য এ বার ভারত সরকার তাকে সম্মানিত করেছে। বৈভব পেয়েছে দেশের সবচেয়ে বড় শিশু সম্মান প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বিশেষ অনুষ্ঠানে বিহারের এই প্রতিভাবান ব্যাটসম্যানকে নিজ হাতে পুরস্কার তুলে দেন।

বিজয় হাজারে ট্রফিতে বিহারের দল দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল, সেই সময় দলের সুপারস্টার ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী উপস্থিত ছিল নয়াদিল্লির বিজ্ঞান ভবনে। উপলক্ষ ছিল প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রতি বছরের মতো এ বছরও দেশের বিভিন্ন প্রান্তের বহু তরুণ ও শিশু তাদের সাফল্যের জন্য এই পুরস্কার পেয়েছে কেউ সাহসিকতার জন্য, কেউ খেলাধুলা, সঙ্গীত বা বিজ্ঞানের ক্ষেত্রে অবদানের জন্য।

বিহারের সমস্তিপুরের বাসিন্দা বৈভব ক্রিকেটে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য এই সম্মান পেয়েছে। IPL-এ সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়া এবং সবচেয়ে দ্রুত সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ব্যাটসম্যান হওয়ার মতো সাফল্যের জন্য বৈভবকে এই পুরস্কার দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৈভবের নাম ঘোষণার পরেই গোটা বিজ্ঞান ভবন করতালিতে মুখর হয়ে ওঠে। বৈভব কমলা রঙের ব্লেজার ও সাদা কুর্তা-পাজামা পরে উপস্থিত ছিল এই অনুষ্ঠানে।

পুরস্কার দেওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৈভব সূর্যবংশীর প্রশংসা করে বলেন, ‘বৈভব সূর্যবংশী কঠিন ক্রিকেট জগতে নিজের একটা জায়গা করেছে। সে অনেক রেকর্ড গড়েছে। আমি বিশ্বাস করি, তোমার মতো মেধাবী শিশুরা ভালো কাজ করে যাবে। এটা তো সবে শুরু। অন্য শিশুরা তোমাকে দেখে শিখবে এবং তোমার পথ অনুসরণ করবে।’