শান্তিপ্রিয় রায়চৌধুরী:
আগামী ১৫ অক্টোবর থেকে বাংলা রনজি ট্রফিতে অভিযান শুরু করবে। অনুষ্টুপ মজুমদাররা প্রথম ম্যাচে ইডেনে খেলবে উত্তরাখণ্ডের সঙ্গে।
তবে বাংলা প্রথম ম্যাচে মহম্মদ শামিকে পাবে কি না সে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে অস্ট্রেলিয়া সফরের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে সেখানে শামিকে রাখা হয়নি। সুতরাং শামিকে প্রথম ম্যাচে পেতে কোন অসুবিধে নেই। কিন্তু শামি নিজে খেলতে চাইছেন কি না, সেটা দেখতে হবে। তবে শোনা গেছে, তিনি বাংলা টিম ম্যানেজমেন্টকে বলেছেন, তাঁর নাম স্কোয়াডে রাখতে। সুতরাং শামির প্রথম ম্যাচে খেলবেন কিনা তা এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না।
প্রথম ম্যাচে শামিকে ছাড়া অবশ্য বাংলা পুরো টিমই পাচ্ছে। অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ ইরানি কাপ খেলে শহরে ফিরে আসবেন এবং দু’জনকেই প্রথম ম্যাচে পাচ্ছে বাংলা। তবে মুকেশ কুমারের চোট থাকায় উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিনি খেলবেন কি না, সেটা বোঝা যাচ্ছে না।
এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন মুকেশ। শোনা যাচ্ছে তাঁর পুরোপুরি সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে। সিএবি'র তরফ থেকে বলা হচ্ছে, প্রথম ম্যাচের আগে আরও এক সপ্তাহ সময় রয়েছে। যদি এনসিএ'র তরফ থেকে তাঁকে খেলার জন্য এনওসি দেওয়া হয়, তাহলে তিনি খেলবেন।
তবে বাংলা নির্ভরযোগ্য অলরাউন্ডার শাহবাজ আহমেদ বাংলা দলে অংশ নেবেন না। তিনি এই মুহূর্তে লখনউ সুপার জায়েন্টস এর ফিজিওর তত্ত্বাবধানে রয়েছেন। আশা করা যাচ্ছে আগামী নভেম্বরে তিনি ফিট হয়ে বাংলা দলে ফিরবেন।
ঘরের মাঠে যদি প্রথম ম্যাচে শামি-মুকেশ,শাহবাজকে না পাওয়া যায়, তাতে সমস্যা হবে না বাংলার। কারণ আকাশ রয়েছেন। ঈশান পোড়েলের সঙ্গে সূরজ সিন্ধু জয়সওয়াল রয়েছেন। তিন পেসারেই নামবে বাংলা।
সল্টলেক ক্যাম্পাসের মাঠে রনজির প্রস্তুতি চলছে বাংলার। ঠিক ছিল, প্রথম ম্যাচের আগে ওড়িশার বিরুদ্ধে তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা। কিন্তু টানা বৃষ্টির জন্য সেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে।
বাংলার গ্রুপ স্টেজের খেলা :
১৫.১০.২৫ :উত্তরাখণ্ড
২৫.১০.২৫ : গুজরাট
১ .১১.২৫ :ত্রিপুরা
৮.১১.২৫ :রেলওয়ে
১৬.১১.২৫ :অসম