যুব ক্রিকেটার শিব শংকর অরিন্দম ও বিকাশের সাফল্যে উচ্ছ্বসিত বিসিসিআই সেক্রেটারি

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 11 d ago
যুব ক্রিকেটার শিব শংকর অরিন্দম ও বিকাশের সাফল্যে উচ্ছ্বসিত বিসিসিআই সেক্রেটারি
যুব ক্রিকেটার শিব শংকর অরিন্দম ও বিকাশের সাফল্যে উচ্ছ্বসিত বিসিসিআই সেক্রেটারি
 
শান্তিপ্রিয় রায় চৌধুরী :

রিয়ানের পথ ধরে অসম ক্রিকেটে উঠে আসছে শিব শংকর অরবিন্দ রায় আর বিকাশ কুমার যাদব। ঘরোয়া ক্রিকেটে খেলে এই দুইজন ক্রিকেটারই নজর কাড়ছেন। 
 
অসমের রিয়ান পরাগ যিনি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে পরিচিত এবং ভারতের জাতীয় দলে খেলে থাকেন। তিনি ডানহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান এবং লেগ-স্পিনার। রিয়ান ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন। রিয়ান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। গত বছর আইপিএল রাজস্থানের হয়ে খেলে এক ম্যাচে ছটি বলে ছটি ছয় মেরে সকলের নজর কেড়েছিলেন।সেই রিয়ান অসম কেন ভারতীয় ক্রিকেটে এখন এক নজর কাড়া ক্রিকেটার।
 
কামরূপের শিবশঙ্কর একজন বামহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ-ব্রেক বোলার, যিনি ঘরোয়া ক্রিকেটে অসমের হয়ে খেলেন। 
 
তিনি মাত্র এগারো বছর বয়সে ২০০১-০২ সালের জাতীয় অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে আসামের যুব দলে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। পরের বছর তিনি অনূর্ধ্ব-১৫ দলে যোগ দেন, যার হয়ে তিনি টানা দুই মরসুম খেলেন। ২০০৪-০৫ মরসুমে তিনি অনূর্ধ্ব-১৯ ও  অনূর্ধ্ব-১৭ দলে  খেলেন,  এবং ২০০৭-০৮ সালে অনূর্ধ্ব-২২ দলের হয়ে কয়েকটি খেলায় অংশগ্রহণ করেন।

২০০৭-০৮ সালে ওড়িশার বিপক্ষে বিজয় হাজারে ট্রফিতে আসামের হয়ে রায় তার লিস্ট এ ক্রিকেটে অভিষেক করেন। পরের মরসুমে রায়ের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়, ২০০৮-০৯ সালে ত্রিপুরার বিপক্ষে রঞ্জি ট্রফিতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অভিষেক হয়। তিনি ২০১২-১৩ সালে দেওধর ট্রফি এবং ২০১৩-১৪ সালে এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে যথাক্রমে পূর্ব অঞ্চল এবং ইন্ডিয়া ব্লু দলের হয়ে খেলেছেন।

তবে আসামের লখিমপুর জেলার বিকাশ কুমার যাদব অরিন্দম রায়ের চেয়েও একজন বড় ক্রিকেটার হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।তিনি একজন বাঁহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মাঝারি গতির বোলারও। তার ক্রিকেট প্রোফাইল অনুযায়ী এখন পর্যন্ত ৬৮ টি ম্যাচ খেলে ৪৩৭ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ২২টি। যিনি সম্প্রতি ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে সেঞ্চুরি করেছেন এবং দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেছেন।  সাম্প্রতিক সময়ে, তিনি ভিনু মানকাদ ট্রফিতে আসাম দলের হয়ে খেলেছেন এবং উত্তর প্রদেশকে ১০০ রানে পরাজিত করতে সহায়তা করেছেন, যেখানে তিনি ১২৬ বলে ১০০ রান করেছিলেন।

ঘরোয়া ক্রিকেটের এই দুই ক্রিকেটারের সাফল্য দেখে খুবই উচ্ছ্বসিত বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ লন শইকিয়া।