আফজাল আহমেদ (টিটু) ন্যাশনাল গেমসে জিতলেন স্বর্ণপদক, সাহারানপুরের নাম উজ্জ্বল করলেন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 10 d ago
আফজাল আহমেদ (টিটু) ন্যাশনাল গেমসে জিতলেন স্বর্ণপদক, সাহারানপুরের নাম উজ্জ্বল করলেন
আফজাল আহমেদ (টিটু) ন্যাশনাল গেমসে জিতলেন স্বর্ণপদক, সাহারানপুরের নাম উজ্জ্বল করলেন

সাহারানপুর:

দিল্লির কর্ণী সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত ৬৮তম ন্যাশনাল গেমসের (ট্র্যাপ মাস্টার ম্যান ইভেন্ট) প্রতিযোগিতায় সাহারানপুরের শ্যুটার আফজাল আহমেদ (টিটু) স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। আফজাল আহমেদ উত্তরাখণ্ড রাজ্যের হয়ে শুটিং প্রতিযোগিতায় অংশ নেন এবং তাঁর প্রধান ইভেন্ট হলো ট্র্যাপ।

শীর্ষ ছয়ে জায়গা করে নিয়ে ফাইনালে পৌঁছানোর পর আফজাল অন্যান্য প্রতিযোগীদের পিছনে ফেলে স্বর্ণপদক নিজের নামে করেন এবং সারা দেশে সাহারানপুরের নাম উজ্জ্বল করেন। ন্যাশনাল শুটিংয়ে স্বর্ণপদক জয়ী সাহারানপুর জেলার প্রথম শ্যুটার হিসেবে এটি এক গুরুত্বপূর্ণ সাফল্য।

জেলার ট্র্যাপ শ্যুটার ফয়সাল খান, রাও তালহা, রাও আরফাত, শাদাব আহমেদ, সাজিদ এবং মনি ইয়াকুব আফজাল আহমেদ (টিটু)-র এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, এটি তাঁর দিন-রাতের কঠোর পরিশ্রমের ফল। সকল শ্যুটার গর্ব অনুভব করছেন এবং তাঁরা আফজালকে এই ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।