নয়াদিল্লি
ভারতের সমাজসেবার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছেন মঙ্গলুরুর শাবানা ফয়জল। ছোট শহরের মেয়ে, যিনি স্বপ্ন দেখেছিলেন বড় কিছু করার, আজ তিনি সেই স্বপ্নকে সমাজের জন্য বাস্তব রূপ দিয়েছেন। EdelGive Hurun India Philanthropy List 2025-এ শাবানা স্থান পেয়েছেন দেশের শীর্ষ দশ নারী দাতার তালিকায়, এবং বিশেষত্ব হলো, তিনি এই তালিকার সবচেয়ে কমবয়সী সদস্য।
মাত্র ৫৩ বছর বয়সে তিনি তাঁর "Faizal & Shabana Foundation"-এর মাধ্যমে প্রায় ৪০ কোটি টাকা সমাজকল্যাণমূলক কাজে দান করেছেন। তাঁর এই অবদান তাঁকে ভারতের রোহিণী নিলেকানি, কিরণ মজুমদার-শ’, ও বিনা শাহের মতো প্রভাবশালী নারীদের পাশে এনে দাঁড় করিয়েছে।
EdelGive Hurun India Philanthropy List 2025-এ শাবানার স্থান
ভারতের শীর্ষ দাতাদের তালিকায় শাবানা ফয়জল
EdelGive Foundation ও Hurun Research Institute-এর প্রকাশিত ১২তম বার্ষিক প্রতিবেদন জানাচ্ছে, গত তিন বছরে ভারতের ১৯১ জন দাতা মোট ১০,৩৮০ কোটি টাকা অনুদান দিয়েছেন, যা গত বছরের তুলনায় প্রায় ৮৫ শতাংশ বেশি। এর মধ্যে শিক্ষাক্ষেত্রই সবচেয়ে বেশি অনুদান পেয়েছে, প্রায় ৪,১৬৬ কোটি টাকা। এই তালিকায় নারী দাতাদের মধ্যে দশম স্থানে রয়েছেন শাবানা ফয়জল, যিনি পরিবারের পক্ষ থেকে মোট ৪০ কোটি টাকা অনুদান দিয়েছেন। তাঁর অবস্থান তাঁকে শুধু শীর্ষ দাতাদের মধ্যে স্থান দেয়নি, করেছে সর্বকনিষ্ঠ নারী দাতাও।
শৈশব, শিক্ষা ও পেশাজীবনের সূচনা
শাবানা ফয়জলের শুরুটা ছিল মঙ্গলুরুর এক সাধারণ পরিবারে। YourStory-এর তথ্যমতে, তিনি সেন্ট অ্যাগনেস কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক হন, পরে দুবাইয়ের National Institute of Fashion Design থেকে ফ্যাশন ডিজাইন ও মার্চেন্ডাইজিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। কর্মজীবনের সূচনাতেই তিনি প্রবেশ করেন পুরুষ-প্রধান শিল্পক্ষেত্রে, স্টিল মিল ও ডেটা এন্ট্রি কাজে, যা তাঁকে আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা করে তোলে।
শাবানা ফয়জল ও তাঁর স্বামী ফয়জল ই. কোট্টিকোলন
Meitra Hospital-এর ওয়েবসাইটে উল্লেখ আছে, শাবানা বর্তমানে সংস্থাটির পরিচালক। ১৯৯৫ সালে বিলাসবহুল পণ্যের ব্যবসা দিয়ে তাঁর উদ্যোক্তা জীবন শুরু হয়। এরপর স্বামী ফয়জল ই. কোট্টিকোলনের সঙ্গে Emirates Techno Casting (ETC)-এর পরিচালনায় যুক্ত হন এবং মানবসম্পদ ও প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আজ তিনি KEF Holdings-এর ভাইস চেয়ারপার্সন। সিঙ্গাপুরভিত্তিক এই প্রতিষ্ঠান অবকাঠামো, শিক্ষা, কৃষি, ধাতু ও বিনিয়োগসহ নানা ক্ষেত্রে কাজ করছে। তাঁদের উদ্ভাবনী প্রযুক্তি বিশ্বব্যাপী নির্মাণক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
দাতব্য উদ্যোগ ও সমাজসেবায় অঙ্গীকার
২০০৭ সালে স্বামীর সঙ্গে প্রতিষ্ঠা করেন "Faizal & Shabana Foundation" যার মূলমন্ত্র, “Giving to Create Impact”। সংস্থাটি শিক্ষা, যুব উন্নয়ন, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, পরিবেশ পুনর্গঠন, মানবিক সহায়তা ও শিল্পকলার বিকাশে কাজ করছে। তাঁদের লক্ষ্য কেবল সাহায্য নয়, টেকসই পরিবর্তনের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা।
"Faizal & shabana foundation" UAE - এর একটি অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের মুহূর্তে
পরিবার ও দায়িত্বের সুষম সমন্বয়
চার সন্তানের মা, সোফিয়া, সারা, জাকারিয়া ও জারিনা, শাবানা ফয়জল একইসঙ্গে ব্যবসা, পরিবার ও সমাজসেবা, তিনটি ক্ষেত্রেই দায়িত্ব পালন করে চলেছেন নিপুণভাবে। তাঁর জীবনই প্রমাণ করে, নেতৃত্ব ও সহানুভূতি পাশাপাশি এগোলে সমাজও এগিয়ে যায়।
EdelGive Hurun India Philanthropy List 2025 জানায়, গত পাঁচ বছরে শীর্ষ ২৫ দাতা মিলে ৫০,০০০ কোটি টাকা অনুদান দিয়েছেন, অর্থাৎ প্রতিদিন গড়ে ৪৬ কোটি টাকা। শহরভিত্তিক অনুদানে মুম্বই শীর্ষে, এরপরেই নয়াদিল্লি ও বেঙ্গালুরু।