মতুয়া ঠাকুরবাড়িতে সংঘর্ষ: হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নান্টু হালদার

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 2 d ago
মতুয়া ঠাকুরবাড়িতে সংঘর্ষ: হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নান্টু হালদার
মতুয়া ঠাকুরবাড়িতে সংঘর্ষ: হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নান্টু হালদার
দেবকিশোর চক্রবর্তী 

মতুয়া সমাজের প্রতিনিধি নান্টু হালদারের ওপর হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল নদিয়া জেলায়। মতুয়া ঠাকুরবাড়িতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হন তিনি—এমনই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নান্টু হালদার, যাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে মতুয়া ঠাকুরবাড়িতে গিয়েছিলেন নান্টু হালদার ও তাঁর অনুগামীরা। সেই সময়েই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর-এর অনুগামীদের সঙ্গে বচসা শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই সময়েই নান্টু হালদারের ওপর শারীরিক আক্রমণ চালানো হয় বলে দাবি।
 
আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই মতুয়া সমাজের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
 
এই ঘটনার সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকে মতুয়া সম্প্রদায়ের নাগরিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ নতুন করে সামনে এসেছে। অভিযোগ উঠেছে, ইচ্ছাকৃতভাবে লক্ষাধিক মতুয়া নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টিকে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করছেন বিরোধীরা।
 
রাজনৈতিক মহলে এই ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন বৈধ নাগরিকের নামও ভোটার তালিকা থেকে বাদ যেতে দেওয়া হবে না। দলের নেতারা অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে মতুয়া সমাজকে বঞ্চিত করার চেষ্টা করছে।
 
এক তৃণমূল নেতা বলেন, “এই বাংলার মতুয়া সহ নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করবো। মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে এই অন্যায়ের বিরুদ্ধে জীবনপণ সংগ্রাম চলবে।”
 
অন্যদিকে বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের এক নেতা দাবি করেন, ঠাকুরবাড়িতে কোনও পরিকল্পিত হামলার ঘটনা ঘটেনি এবং বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘোলা করা হচ্ছে।
 
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের দাবি। তবে হামলার অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে।
 
এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে মতুয়া সমাজের নিরাপত্তা, অধিকার এবং ভোটাধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নান্টু হালদারের দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন প্রার্থনা সভা ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে।
 
পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা রাজ্য। তদন্তের ফলাফল ও নান্টু হালদারের শারীরিক অবস্থার উন্নতির দিকেই এখন তাকিয়ে মতুয়া সমাজ ও রাজনৈতিক মহল।