কলকাতা ঃ
বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতি নিয়ে ভারত সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।রবিবার কলকাতায় এক কর্মসূচিতে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে ভারত সরকারের কিছু করা প্রয়োজন বলে সঙ্ঘ মনে করে।আরএসএস প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘বক্তৃতামালা’ কর্মসূচির অংশ হিসেবে কলকাতায় বক্তব্য দেন মোহন ভাগবত।
প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ এবং এ বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। জবাবে ভাগবত বলেন, প্রতিবেশী দেশের পরিস্থিতির প্রভাব স্বাভাবিকভাবেই ভারতের ওপর পড়ে।
তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে মানুষ যা ভাবছে, যা চাইছে, আমরাও তাই চাইছি। তবে সরকার কী করবে, সেই সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। আমরা চাই, সরকার কিছু করুক।”
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে আরএসএসের অবস্থান ব্যাখ্যা করে ভাগবত বলেন, সামাজিক স্তরে সঙ্ঘ ইতোমধ্যে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতে এই যোগাযোগ আরও বাড়ানো হবে।
তিনি জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার চেষ্টা চলছে। একই সঙ্গে বিশ্বের হিন্দু সমাজকেও ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
১৯৭১ সালের মতো সীমান্ত খুলে দেওয়ার প্রসঙ্গ উঠলে ভাগবত বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রশাসনের। তবে সীমান্ত খুলে দেওয়া হলে কে বা কারা ভারতে প্রবেশ করছেন, সে বিষয়ে কঠোর নজরদারি ও সুপরিকল্পিত ব্যবস্থা থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
কলকাতার কর্মসূচিটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আরএসএস প্রতিষ্ঠার ইতিহাস ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন ভাগবত। দ্বিতীয় পর্বে সঙ্ঘের কর্মপদ্ধতি ও স্বয়ংসেবকদের ভূমিকা ব্যাখ্যা করেন তিনি।
তৃতীয় পর্বে ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে সামাজিক ও সাংস্কৃতিক নানা বিষয়ের পাশাপাশি সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। এই পর্বে প্রশ্নকর্তাদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সহিংসতা, সরকারি ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ডসহ একাধিক ঘটনায় নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
এমন প্রেক্ষাপটেই কলকাতা থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।