গুয়াহাটি ঃ
ফের অশান্তির আগুনে জ্বলছে অসম বাংলার পড়শি রাজ্যের কার্বি আংলং এবং পশ্চিম আংলং জেলায় ব্যাপক অশান্তির জের ইতিমধ্যেই আহত হয়েছেন ৩৮ জন পুলিশ কর্মী সহ মোট ৪৫। প্রাণ গিয়েছে দুজনের। গোটা পরিস্থিতির দিকে নজর রেখে আপাতত দুই জেলায় বন্ধ হয়েছে ইন্টারনেট পরিষেবা।
এ নিয়ে ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। দুই নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশও করেছেন তিনি।
— Himanta Biswa Sarma (@himantabiswa) December 24, 2025
অসমের দুই জেলায় ব্যাপক সংঘর্ষের জের নিহত দুই ব্যক্তির পরিচয় জানিয়েছে অসম পুলিশ। প্রশাসন সূত্রে খবর, অশান্তির মুখে পড়ে মৃত এক ব্যক্তি সুরজ দে-কে কর্বি আংলং জেলার একটি পোড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও সংঘর্ষের ঘটনায় মৃত আরেক ব্যক্তির নাম অথিক তিমুং বলেই জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, কার্বি আংলং জেলায় পেশাদার চারণভূমি সংরক্ষণ এলাকা এবং গ্রাম চারণভূমি সংরক্ষণ এলাকার জমিতে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের দাবিতে বিগত দিনগুলিতে ক্রমাগত অনশন-ধর্মঘট চলেছে। এরই মাঝে গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপক্ষের মধ্যে দফায় দফায় বাঁধে সংঘর্ষ। আর তাতেই মৃত্যু হয় দুজনের।
শুধু তাই নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়েছেন ৩৮ জন পুলিশ কর্মী। এই ঘটনায় ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী।
রাজ্যের দুই জেলায় ক্রমাগত অশান্তির ঘটনায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি মাঝারি পোস্ট করেছেন অসমের মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, “পশ্চিম কার্বি আংলং জেলার পরিস্থিতির উপর আমি কড়া নজর রেখেছি। আজ বিক্ষোভের মাঝে দুজনের মৃত্যুর খবর পেয়ে আমি সত্যিই মর্মাহত।
তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। সরকার তাদের পাশে সব সময় আছে।”