আওয়াজ–দ্যা ভয়েস
অসমরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে আপত্তিহীন শংসাপত্র (এনওসি) পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে আলহিন্দ এয়ার (alHindAir) ও ফ্লাইএক্সপ্রেস (FlyExpress)। এই দুই নবগঠিত বিমান সংস্থা খুব শীঘ্রই আকাশপথে যাত্রী পরিষেবা শুরু করে দেশের বিমান চলাচলে নতুন দিগন্ত উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে।
আলহিন্দ এয়ার–এর প্রচার ও উদ্যোগ নিয়েছে কেরালাভিত্তিক আলহিন্দ গ্রুপ (alHind Group), যার প্রতিষ্ঠা হয়েছিল প্রায় তিন দশক আগে কালিকটে। আলহিন্দ এয়ারের প্রতিষ্ঠাতা হলেন মহম্মদ হরিশ টি।
সম্প্রতি আলহিন্দ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মানচিক এভিয়েশনের সঙ্গে একটি কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছে মহম্মদ হরিশ টি
মহম্মদ হরিশ টি কে?
মহম্মদ হরিশ টি হলেন আলহিন্দ গ্রুপ অব কোম্পানিজ–এর প্রতিষ্ঠাতা। ভ্রমণ ও পর্যটন শিল্পে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তিনি ইন্ডিয়ান হাজ উমরাহ অ্যাসোসিয়েশন–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কালিকটে জন্মগ্রহণকারী হারিস ইতিহাস ও অর্থনীতিতে স্নাতক (বি.এ.) ডিগ্রি অর্জন করেছেন এবং ফার্মাকোলজিতেও ডিগ্রি লাভ করেছেন।
আলহিন্দ গ্রুপ দীর্ঘদিন ধরে ভ্রমণসংক্রান্ত নানা পরিষেবা দিয়ে আসছে, যার ফলে ভ্রমণ–প্রয়োজনের জন্য এটি এক বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে এই গোষ্ঠী বিশ্বজুড়ে নিজের উপস্থিতি বিস্তার করেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, কাতার, ওমান, বাংলাদেশ ও কুয়েতসহ একাধিক দেশে এই সংস্থার অফিস ও অংশীদার রয়েছে। এই বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে আলহিন্দ গ্রুপ বিশ্বের নানা প্রান্তের গ্রাহকদের পরিষেবা দিতে সক্ষম হচ্ছে।
ইউ এ ইর শারজাহতে অবস্থিত আলহিন্দ টাওয়ারে আলহিন্দ গ্রুপ অব কোম্পানিজ–এর অফিস উদ্বোধনের এক দৃশ্য
আলহিন্দ গ্রুপ অব কোম্পানিজ–এর অঙ্গসংস্থা আলহিন্দ এয়ার আঞ্চলিক যাত্রীবাহী বিমান সংস্থা হিসেবে বিমান পরিবহণ খাতে প্রবেশ করতে চলেছে। চলতি বছরের শেষের দিকে সংস্থাটি কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে। সংস্থার মতে, আলহিন্দ এয়ার এটিআর ৭২–৬০০ উড়োজাহাজের বহর নিয়ে যাত্রা শুরু করবে এবং প্রাথমিক পর্যায়ে ঘরোয়া বিমান পরিষেবায় দক্ষতা ও নির্ভরযোগ্যতার উপর বিশেষ গুরুত্ব দেবে।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত আলহিন্দ গ্রুপ আজ এশিয়ার ভ্রমণ ও ট্রাভেল ম্যানেজমেন্ট শিল্পে এক অগ্রগণ্য নাম। দীর্ঘ সময় ধরে এই গোষ্ঠী একটি শক্তিশালী সুনাম গড়ে তুলেছে এবং ভ্রমণ ও বিমান পরিবহণ খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজ শিল্পের এক বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।