৩১ অক্টোবর ‘রান ফর ইউনিটি’-তে অংশ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির: সর্দার বল্লভভাই প্যাটেলের ঐক্যের আদর্শে অনুপ্রাণিত হোন

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
৩১ অক্টোবর ‘রান ফর ইউনিটি’-তে অংশ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৩১ অক্টোবর ‘রান ফর ইউনিটি’-তে অংশ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
 
নয়াদিল্লি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার নাগরিকদের আহ্বান জানিয়েছেন ৩১ অক্টোবর ‘রান ফর ইউনিটি’-তে অংশগ্রহণ করতে এবং জাতির ঐক্যের চেতনা উদযাপন করতে, যা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়।
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন, “৩১ অক্টোবর ‘রান ফর ইউনিটি’-তে যোগ দিন এবং ঐক্যের চেতনা উদযাপন করুন! আসুন, সর্দার প্যাটেলের ঐক্যবদ্ধ ভারতের স্বপ্নকে শ্রদ্ধা জানাই।”
রবিবার ‘মন কি বাত’-এর ১২৭তম পর্বে প্রধানমন্ত্রী মোদি সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ভারতের প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেল আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যিনি দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য অতুলনীয় প্রচেষ্টা চালিয়েছিলেন।
 
তিনি বলেন, “সর্দার প্যাটেল ছিলেন আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তাঁর ব্যক্তিত্বে বহু গুণের সমাহার ছিল। তিনি ছিলেন অসাধারণ মেধাবী ছাত্র, ভারত ও ব্রিটেন উভয় দেশেই শিক্ষায় সাফল্যের পরিচয় দিয়েছিলেন। তিনি তাঁর সময়ের অন্যতম সফল আইনজীবী হিসেবেও প্রতিষ্ঠিত হন।”
 
‘ভারতের লৌহমানব’('Iron Man of India')- এর ১৫০তম জন্মবার্ষিকীর প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদি প্যাটেলের অবদান স্মরণ করে বলেন, দেশ তাঁর প্রতি চিরঋণী থাকবে, কারণ তিনি উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের ঐক্য গঠনে অপরিসীম ভূমিকা রেখেছিলেন।
 
তিনি আরও বলেন, “আহমেদাবাদ পৌরসভার প্রধান হিসেবে তাঁর মেয়াদও ছিল ঐতিহাসিক। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর অবদানের জন্য আমরা সবাই চিরকাল কৃতজ্ঞ থাকব।”
 
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর প্রদেশ জুড়ে “রান ফর ইউনিটি” কর্মসূচি আয়োজন করবে।
 
সর্দার প্যাটেল ছিলেন ভারতের ঐক্যের স্থপতি। দেশ স্বাধীনতার পথে এগোচ্ছিল যখন, তখন ব্রিটিশরা ভারতকে নানা অংশে বিভক্ত করার ষড়যন্ত্র করেছিল, যাতে ভারত কখনও একত্র না হতে পারে। কিন্তু তাঁর দূরদৃষ্টি ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেল ৫৬৩টি দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারত প্রজাতন্ত্রে সংযুক্ত করেন, এবং ভারতকে প্রকৃত অর্থে ঐক্যবদ্ধ করেন।


শেহতীয়া খবৰ