পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করলেন গবাই

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 10 h ago
পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে  বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করলেন গবাই
পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করলেন গবাই
 
নয়াদিল্লি ঃ
 
দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব করলেন বর্তমান প্রধান বিচারপতি বিআর গবাই। সোমবার সেই মর্মে কেন্দ্রীয় আইন মন্ত্রকে একটি চিঠি পাঠালেন তিনি। আগামী ২৩ নভেম্বর দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন তিনি। স্বাভাবিক নিয়মেই তাঁর অবসরগ্রহণের আগে সুপ্রিম কোর্টের অন্দরে নতুন প্রধান বিচারপতির নাম নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।
 
সোমবার সেই সমস্ত জল্পনাকে পেরিয়েই পরবর্তী প্রধান বিচারপতির হিসাবে বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করলেন গবাই। সাধারণ ভাবে দেশের প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরি হিসাবে সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন। এই নিয়ম চলে আসছে বছর-বছর ধরে। আর সুপ্রিম কোর্টে বর্তমানে বয়সের নিরিখে প্রধান বিচারপতি বিআর গবাইয়ের পর সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ বিচারপতি সূর্য কান্ত । ফলে নিয়মানুসারেই তাঁর নাম প্রস্তাব করেছেন প্রধান বিচারপতি। আইন মন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন সুপারিশ চিঠি।
 
আগামী মাসের ২৪ তারিখ দেশের ৫৩ তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি সূর্য কান্ত। বর্তমানে তাঁর ৬৩ বছর বয়স হওয়ায় কার্যকালের মেয়াদও এক বছরের একটু বেশি সময় পর্যন্ত হবে। এরপর ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন বিচারপতি সূর্য কান্ত।

সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বসার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি সামলেছেন বিচারপতি সূর্য কান্ত। দিয়েছেন নজিরবিহীন রায়। যার মধ্য়ে একেবারে টাটকা উদাহরণ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। তাঁর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চেই চলছে এসআইআর সংক্রান্ত সমস্ত মামলা। এমনকি, কমিশনের হাজার আপত্তি সত্ত্বেও আধার কার্ডকে ১২ নং নথি হিসাবে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছিলেন তিনিই।


শেহতীয়া খবৰ