গুয়াহাটির SOHUM Emporia-য় ভয়াবহ অগ্নিকাণ্ড, ছ’তলা ভবন ভস্মীভূত, SBI-র একাধিক শাখা ক্ষতিগ্রস্ত

Story by  atv | Posted by  Aparna Das • 6 d ago
গুয়াহাটির SOHUM Emporia-য় ভয়াবহ অগ্নিকাণ্ড
গুয়াহাটির SOHUM Emporia-য় ভয়াবহ অগ্নিকাণ্ড
 
গুয়াহাটি 

মঙ্গলবার গভীর রাতে গুয়াহাটির SOHUM Emporia-য় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড, যা মুহূর্তের মধ্যে ছয়তলা বাণিজ্যিক কমপ্লেক্সটিকে আগুনের গ্রাসে নিয়ে যায়। মধ্যরাতের কিছু পরেই আগুনের উৎসাহিত শিখা দ্রুত ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে, ফলে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
 
শহরের ABC এলাকায় অবস্থিত এই সুপরিচিত কমপ্লেক্সে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) একাধিক শাখা রয়েছে। প্রত্যেকটি শাখাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ধারণা, নগদ অর্থ, নথিপত্র এবং সম্পত্তি, সব মিলিয়ে কোটি টাকার সমপরিমাণ ক্ষতি হতে পারে। ভবনের ভেতর থেকে কিছুই বের করে আনা সম্ভব হয়নি, ফলে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে ওঠে।
 
আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই এক ডজনেরও বেশি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। দমকলকর্মীরা টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে আগুনের সঙ্গে লড়াই করছেন, তবুও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
 
অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়। ঠিক কীভাবে এত ভয়াবহ আগুনের সূত্রপাত হল, তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।