২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আর মাত্র পাঁচ মাস:অন্তর্বর্তী বাজেট অধিবেশনের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
কলকাতা
পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটের প্রস্তুতি শুরু করার জন্য বিভিন্ন দপ্তরকে জরুরি নির্দেশিকা জারি করেছে।পশ্চিমবঙ্গ সরকার, পাবলিক ডোমেইন, উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর মাত্র পাঁচ মাস দূরে। রাজ্য সচিবালয়ের এক শীর্ষ আধিকারিকের মতে, রাজ্য সরকার ইতিমধ্যেই অন্তর্বর্তী বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু করেছে। সাধারণত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
এই প্রেক্ষাপটে, নবান্ন বিভিন্ন রাজ্য দপ্তরকে একাধিক নির্দেশিকা জারি করেছে যাতে তারা প্রস্তুতি প্রক্রিয়া শুরু করে। সম্ভাবনা রয়েছে যে বাজেট অধিবেশন ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ডাকা হতে পারে। জানা গেছে, ইতিমধ্যেই একাধিক দপ্তর বাজেট সংক্রান্ত প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে।
রাজ্যের অর্থসচিব প্রভাত কুমার মিশ্র ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রকাশের প্রস্তুতির অংশ হিসেবে রাজ্য সরকারের মালিকানাধীন বাণিজ্যিক ও আধা-বাণিজ্যিক সংস্থাগুলিকে গত তিন অর্থবছরের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন। এই নির্দেশিকা সব দপ্তরের প্রধান সচিবদের কাছে পাঠানো হয়েছে, যাতে বাজেট সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করা হয়।
দপ্তরগুলিকে তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত সরকারি উদ্যোগ ও কর্পোরেশনের আর্থিক বিবরণী সময়মতো জমা দেওয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত বাজেট প্রকাশনা নির্দেশিকা অনুযায়ী প্রস্তুতকৃত সমন্বিত তালিকায় এই সব তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তিতে রাজ্যের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে ২০২৬–২৭ বাজেট প্রকাশনার সংকলন সম্পন্ন করার একটি সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। বাজেট প্রকাশনা প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত তথ্য ২৪ ডিসেম্বরের মধ্যে সংগ্রহ ও জমা দিতে হবে।
নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট সমস্ত তথ্য অর্থ দপ্তরের পোর্টালে আপলোড করতে হবে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করার জন্য সব দপ্তরের প্রধান সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নমূলক কাজ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি, রাজ্য সচিবালয় সব দপ্তরকে নির্ধারিত সময়সীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। বাজেট অধিবেশনের গুরুত্বের কথা মাথায় রেখে, অর্থ দপ্তরের পোর্টালে বাজেট সংক্রান্ত সমস্ত তথ্য দ্রুত আপলোড করার বিষয়টি নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।