ভারতের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল ৯০ বছর বয়সে প্রয়াত, শেষ নিঃশ্বাস মহারাষ্ট্রের লাতুরের বাড়িতে

Story by  atv | Posted by  Aparna Das • 4 d ago
শিবরাজ পাটিলের প্রয়াণে শোকছায়া
শিবরাজ পাটিলের প্রয়াণে শোকছায়া
 
নয়া দিল্লি

প্রবীণ কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল আর নেই। শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে তাঁর বাসভবন ‘দেবঘর’-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিজ্ঞ রাজনীতিবিদ। পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি অসুস্থতার জন্য তাঁর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
 
পরিবারে রয়ে গেলেন তাঁর ছেলে শৈলেশ পাটিল, পুত্রবধূ এবং বিজেপি নেত্রী অর্চনা পাটিল, পাশাপাশি দুই নাতনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেসের শীর্ষ সারিতে উঠেছেন পাটিল, তবে ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলার জন্য তিনি সবসময়ই পরিচিত ছিলেন, শালীন ও সংযমী রাজনীতির এক অনন্য উদাহরণ।
 
২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯১–৯৬ সালে লোকসভার স্পিকার হিসেবে মুখ্য ভূমিকা নেন। পরবর্তী সময়ে পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক হিসেবেও তাঁর দায়িত্ব পালন স্মরণীয়।
 
রাজনীতিতে তাঁর পথচলা শুরু লাতুর মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রধান হিসেবে। সত্তরের দশকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি সাতবার লাতুর লোকসভা থেকে জয়ী হন। যদিও ২০০৪ সালে বিজেপি প্রার্থীর কাছে তিনি হেরে যান।
 
সংবিধান বিষয়ক গভীর জ্ঞান, সুবক্তা হিসেবে মর্যাদা এবং মারাঠি, ইংরেজি ও হিন্দি, তিন ভাষাতেই সমান দক্ষতার জন্য সংসদে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। বিস্তৃত পড়াশোনা, তথ্যভিত্তিক আলোচনা এবং শান্তস্বভাবী রাজনৈতিক উপস্থিতির জন্য পাটিল ছিলেন এক বিশেষ ব্যক্তিত্ব, যা আজকের প্রজন্মের কাছেও উদাহরণ হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে রাষ্ট্ররাজনীতি হারাল এক অভিজ্ঞ, বিনয়ী এবং আদর্শনিষ্ঠ জননেতাকে।