শিলিগুড়ি
শিলিগুড়ির উপকণ্ঠ দুধিয়ায় বালাসন নদীর ওপর হিউম পাইপ বসিয়ে নির্মাণাধীন অস্থায়ী সেতুর কাজ প্রায় শেষের পথে। রাজ্য জনকার্য দফতরের (PWD) কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, রবিবারের মধ্যেই সেতুর নির্মাণ সম্পূর্ণ হবে এবং সোমবার থেকে যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হতে পারে।
দার্জিলিং জেলা প্রশাসনের অনুমোদন পাওয়ার পরেই সেতুটি চালু করা হবে। প্রাথমিকভাবে শুধুমাত্র হালকা যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।
PWD-এর এক কর্মকর্তা জানান, “শনিবার সন্ধ্যার মধ্যেই পাইপ বসানোর কাজ শেষ হবে। এরপর বেডিং বা মাটির বিছানা তৈরি শুরু হবে। রবিবারের মধ্যেই সেতুটি যান চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে।”
এই অস্থায়ী সেতু চালু হলে প্রায় ২০ দিন পর ফের শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপিত হবে।
গত ৫ অক্টোবর বালাসন নদীর ওপর লোহার সেতুটি জলের তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকেই পাহাড়ি শহর মিরিক ও শিলিগুড়ির মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুই শহরের দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭ অক্টোবর দুধিয়া পরিদর্শনে এসে দ্রুত অস্থায়ী সেতু নির্মাণের নির্দেশ দেন। তিনি তখন কর্মকর্তাদের ১৫ দিনের মধ্যে যোগাযোগ পুনরুদ্ধারের নির্দেশ দেন।তবে উৎসবের মরশুমে সেই সময়সীমা মানা সম্ভব হয়নি বলে জানিয়েছে PWD।
এক কর্মকর্তা বলেন, “মূল নির্মাণকাজ শেষ হলে আমরা জেলা প্রশাসনকে চূড়ান্ত পরিদর্শনের জন্য জানাব। তাদের অনুমোদন পেলেই সোমবার থেকে যান চলাচল শুরু হবে বলে আশা করছি।”
৫ অক্টোবর থেকে মিরিক ও আশপাশের এলাকার বাসিন্দারা শিলিগুড়ি যাতায়াতে চরম সমস্যার মুখে পড়েছেন। মিরিকের বঙ্কুলুং এলাকার বাসিন্দা নার বাহাদুর লিম্বু বলেন, “সেতুটি ভেঙে পড়ার পর আমাদের জীবনে নানা অসুবিধা তৈরি হয়েছে। খাবার, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহে বিপত্তি দেখা দিয়েছিল। স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে একটি বাঁশের ফুটব্রিজ তৈরি করেছিলেন। এখন নতুন সেতুটি খুলে গেলে গোটা এলাকার মানুষ স্বস্তি পাবেন।”
সেতু ভেঙে পড়ার পর দুধিয়ায় গাড়ি বদল করে যাত্রীরা গন্তব্যে পৌঁছচ্ছিলেন। অনেকে টিংলিং, বেলগাছি ও পুটুং হয়ে বিকল্প পাহাড়ি রাস্তা ব্যবহার করছিলেন। কিন্তু ২২ অক্টোবর ওই পথে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হওয়ায় প্রশাসন সে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়।
মিরিকের এক বাসিন্দা বলেন, “আমরা আশা করি রাজ্য সরকার দ্রুত বালাসন নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করবে।”