কলকাতা ঃ
এসআইআর (SIR) নিয়ে আতঙ্কের কিছু নেই। মঙ্গলবার সর্বদলীয় বৈঠক শেষে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি জানান, এটা (এসআইআর) প্রথম হচ্ছে না, এটা একটা সরকারি কর্মসূচি।
এর আগেও বেশ কয়েকবার এসআইআর হয়েছে। প্রথমবার এসআইআর হচ্ছে না। আশঙ্কার কিছু নেই।’ এদিন তিনি বলেন, ‘আমরা এমন ভোটার তালিকা তৈরি করব, যা ১০০ শতাংশ স্বচ্ছ হবে।’
এদিন পশ্চিমবঙ্গের আটটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন মনোজ আগরওয়াল। যাবতীয় ধোঁয়াশা দূর করে বলেন, এনুমেরেশন ফর্মের একটি কিউআর কোড (QR Code) থাকবে। প্রতিটি ভোটারের জন্য আলাদা আলাদা কিউআর কোড হবে। এনুমেরেশন ফর্মে সই করতে হবে সকল ভোটারকে। তিনি আশ্বস্ত করেছেন বিএলওরা সকলেই স্থানীয় লোক।
তাঁরা প্রয়োজনে ৩ বার করে একজন ভোটারের বাড়ি যাবেন। সবাইকে জানিয়েই তাঁরা এলাকায় যাবেন। গতকাল রাজ্যের ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। সেই তালিকায় বর্তমানে ভোটার রয়েছেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। এনুমারেশন ফর্ম নিয়ে প্রত্যেক ভোটারের বাড়ি যাবেন বিএলওরা। প্রত্যেক ভোটারের জন্য আলাদা আলাদা কিউআর কোড থাকবে।
এনুমেরেশন ফর্মে সই করতে হবে সকল ভোটারকে। ৪ নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। আর ৯ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত দাবি ও অভিযোগ জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারি।