কলকাতা ঃ
পাঁচ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছে সদ্যই। তা নিয়ে রাজনৈতিক তরজা চলছে। গীতাপাঠের কর্মসূচিতে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। এরই প্রতিবাদে কংগ্রেসের কর্মসূচি ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’। তারই মাঝে নয়া কর্মসূচি ঘোষণা প্রদেশ কংগ্রেসের। ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠে’র ঘোষণা করল প্রদেশ কংগ্রেস।
আগামী ২০ ডিসেম্বর দুপুর ১টায় রানি রাসমণি রোডে হবে এই কর্মসূচি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে যার ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
তাঁর বক্তব্য, “বহুত্ববাদের পক্ষে বন্দে মাতরম গেয়ে শুরু করে ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ হবে। দেশজুড়ে ভাষা, খাদ্য, পোশাক ও ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ড. বি আর আম্বেদকর প্রণীত সংবিধানকে রাষ্ট্রশক্তির মদতে পদদলিত করা হচ্ছে।” আরএসএস-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি ‘মনুবাদ’ ও সংকীর্ণ রাজনীতিকে এগিয়ে দিচ্ছে বলে অভিযোগ শুভঙ্করের।
শুধু কংগ্রেস কর্মীরাই নন। সাধারণ মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে সংবিধান পাঠের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সংবিধান পাঠের অনুষ্ঠানের ডাক দেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠিও দেন তিনি। চিঠি দিয়ে স্কুলগুলিতে সংবিধানের প্রস্তাবনা পাঠের দাবি তোলেন।