অরুণাচলে গাড়ি গভীর খাঁদে পড়ে যাওয়ায় অসমের ২২ শ্রমিকের মৃত্যাশঙ্কা,১৩ মৃতদেহ উদ্ধার

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 4 d ago
অরুণাচলে গাড়ি গভীর খাঁদে পড়ে যাওয়ায় অসমের ২২ শ্রমিকের মৃত্যাশঙ্কা,১৩ মৃতদেহ উদ্ধার
অরুণাচলে গাড়ি গভীর খাঁদে পড়ে যাওয়ায় অসমের ২২ শ্রমিকের মৃত্যাশঙ্কা,১৩ মৃতদেহ উদ্ধার
 
অরুণাচল প্রদেশে :
 
অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী অঞ্জাভ জেলায় একটি হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়, গাড়িতে থাকা ২২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে খবর পৌঁছার সঙ্গে সঙ্গে উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছায় এবং এখন পর্যন্ত ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
 
দুর্ঘটনায় মারা যাওয়া ১৯ জন শ্রমিককে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন: বুঢেশ্বর দীপ, রাহুল কুমার, সামির দীপ, জুন কুমার, পঙ্কজ মানকি, অজয় মানকি,বিজয় কুমার, অভয় ভুমিজ, রোহিত মানকি, বীরেন্দ্র কুমার, আগর টান্তি, ধীরেন চেতিয়া, রাজনী নাগ, দীপ গোয়ালা, রামচবক সোনার, সোনাতন নাগ, সঞ্জয় কুমার, করণ কুমার এবং জোনাস মুন্ডা।
 
মৃতদের সকলেই অসমের তিনসুকিয়া জেলার বাসিন্দা ছিলেন এবং পেশায় দিনমজুর ছিলেন। তারা কাজের উদ্দেশ্যে ভ্রমণ করছিলেন, কিন্তু সেই ভ্রমণ তাদের জীবনের শেষ যাত্রা হয়ে গেল। প্রশাসন তৎপরতার সঙ্গে ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করেছে। গভীর খাঁদ এবং দুর্গম এলাকার কারণে উদ্ধার অভিযানে কিছু সমস্যা হচ্ছে, তবে বাকি নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে ।