অরুণাচল প্রদেশ পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে গ্রেফতার আলফা (স্বাধীন)-এর একজন কেডার
ইটানগর
অরুণাচল প্রদেশ পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ২৬ অক্টোবর সকালে অরুণাচল প্রদেশের নামসাইয়ে আলফা (স্বাধীন)-র একজন কেডারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত উগ্রপন্থীর নাম পরিচয় পাওয়া গেছে, অসমের তিনসুকীয়া জেলার বরেকুড়ির বাসিন্দা অনুপম দোহোতিয়া, ওরফে থাউচেন অসম।
বিভাগীয় সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি ১৭ অক্টোবরের ঘটনায়, আসামের তিনসুকীয়ার কাকোপাথার এক আর্মি ক্যাম্পে আলফা (স্বাধীন)-র হামলায় জড়িতদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ন সদস্য হিসেবে শনাক্ত হন।
নিরাপত্তা বাহিনী তার কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে, যার মধ্যে রয়েছে: একটি এমকিউ রাইফেল, ১৫১টি সক্রিয় গোলি, একটি বটল গ্রেনেড এবং একটি রাইফেল গ্রেনেড।
ধৃত উগ্রপন্থীকে নামসাই পুলিশ বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে, যাতে এই অঞ্চলে ওই উগ্রপন্থী সংগঠনের সম্ভাব্য সংযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য পাওয়া যায়।
অসম–অরুণাচল সীমান্তে উগ্রপন্থী কার্যকলাপ রোধে চলমান প্রচেষ্টায় কর্তৃপক্ষ এই অভিযানের ফলাফলকে “কৌশলগত সফলতা” বলে অভিহিত করেছে।