বলিউডের ‘হি-ম্যান’শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 27 d ago
বলিউডের ‘হি-ম্যান’শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র
বলিউডের ‘হি-ম্যান’শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র
 
মুম্বাই ঃ
 
 
বলিউডের 'হি-ম্যান' হিসেবে পরিচিত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র খুব অসুস্থ বলে শোনা যাচ্ছে। দীর্ঘ দিন ধরেই অসুস্থ তিনি। সোমবার দুপুরে শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শোনা গিয়েছে।
 
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র, যিনি বেশ কয়েক দিন ধরে হাসপাতালে রয়েছেন, অসুস্থ এবং দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সোমবার সূত্র জানিয়েছে।

89 বছর বয়সী এই অভিনেতা গত কয়েক দিন ধরে হাসপাতালের ভিতরে এবং বাইরে রয়েছেন।  নাম প্রকাশ না করার শর্তে শিল্পের এক অভ্যন্তরীণ সূত্র পিটিআই-কে বলেন, ধরমজির স্বাস্থ্য খুব একটা ভাল নয়।ছেলে সানি দেওলের প্রতিনিধি 'শোলে "তারকা ভেন্টিলেটরে থাকার খবর অস্বীকার করেছেন।

"ধরমজি এখনও হাসপাতালেই আছেন।  চিকিৎসকরা তাকে বাড়ি যাওয়ার পরামর্শ দেননি।  তিনি সুস্থ হয়ে উঠছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন।  তিনি ভেন্টিলেটরে নেই ", পিটিআইকে বলেন জনসংযোগ প্রতিনিধি।