কলকাতা
ভারতের কাছে সিনেমা শুধু বিনোদন নয়, একধরনের ধর্ম। আর যদি সিনেমা ধর্ম হয়, তবে তার ঈশ্বর নিঃসন্দেহে অমিতাভ বচ্চন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডে যিনি রয়ে গেছেন অপরিবর্তিত, যিনি আজও কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করছেন সেই ‘অ্যাংরি ইয়াং ম্যান’ অমিতাভ বচ্চনই আজ দেবতার আসনে প্রতিষ্ঠিত কলকাতার এক কোণে।
বালিগঞ্জে অবস্থিত ‘বচ্চন ধাম’, এক অভিনব মন্দির, যেখানে দেবতার আসনে বসানো হয়েছে অমিতাভ বচ্চনের বিগ্রহ। প্রতিদিন এখানে আরতি হয়, শোনা যায় একটাই মন্ত্র, “জয় শ্রী অমিতাভ।” দেওয়ালে লেখা, “Thank you God for being among us as an actor.” ঠিক যেন সিনেমা জগতের ঈশ্বরকে পুজো করার স্থান এটি।
দেবতার আসনে বসানো অমিতাভ বচ্চনের বিগ্রহ
এই ধাম প্রতিষ্ঠা করেছেন সঞ্জয় পাতৌদিয়া ও সন্দীপ পাতৌদিয়া, যাঁরা বহু বছর ধরে অমিতাভের ভক্ত। তাঁরা জানান, অমিতাভের জন্মদিন ও ‘দ্বিতীয় জন্মদিন’, অর্থাৎ ২ অগাস্ট, যেদিন তিনি ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় মৃত্যুমুখ থেকে ফিরে এসেছিলেন, এই দুই দিন মহা উৎসবের আকারে পালিত হয়। পুজোর পাশাপাশি আয়োজিত হয় রক্তদান শিবির, বস্ত্র বিতরণ ও দুঃস্থ শিশুদের জন্য সিনেমা প্রদর্শনী।
অমিতাভের প্রতি এই ভক্তির রেশ মন্দিরের বাইরেও ছড়িয়ে পড়েছে। শহরের অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাবে প্রতিবছর ‘অমিতাভ চালিশা’ পাঠ করা হয়, লক্ষ্মী পাঁচালী বা হনুমান চালিশার মতোই ছাপানো মন্ত্রপুস্তক, যার পাতায় পাতায় বিগ বি-র বন্দনা। পুজোর থালায় চন্দন, ধূপ, প্রদীপ, ফুল আর ভোগ। পুজো শেষে যেমন মন্দিরে ভোগ দেওয়া হয়, তেমনই এখানে নির্দেশ থাকে, “বাইরে চলুন, উনি এখন খাবেন।”
বালিগঞ্জ ফাঁড়ি থেকে কয়েক মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত এই ‘বচ্চন ধাম’ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে (রোববার বন্ধ)। ভক্তদের বিশ্বাস, “সব তীর্থ বারবার, বচ্চন ধাম একবার।” এ যেন সত্যিই তারকাপুজোর সীমা ছুঁয়ে দেওয়া এক ভক্তির আশ্রয়স্থল, যেখানে অমিতাভ কেবল অভিনেতা নন, ঈশ্বরেরই রূপ।