ক্লাসে ফোন ব্যবহারে ‘না’, শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা পর্ষদের

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 3 d ago
ক্লাসে ফোন ব্যবহারে ‘না’, শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা পর্ষদের
ক্লাসে ফোন ব্যবহারে ‘না’, শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা পর্ষদের

কলকাতা

ব্যক্তিগত লাভের আশায় শিক্ষক-শিক্ষিকারা প্রাইভেট টিউশন করতে পারবেন না। ক্লাসের মধ্যে স্মার্টফোনও ব্যবহার করা যাবে না। এমনই একাধিক নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। সাফ জানানো হয়েছে, ক্লাসে পড়াশোনা হয় ব্যাহত হয় এমন কোনও কাজ করা যাবে না।

জানা গিয়েছে, শিক্ষক-শিক্ষিকা ও কর্তৃপক্ষের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের স্কুলে প্রবেশ ও প্রস্থানের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে ১০.৪০ মিনিটে প্রার্থনাসভায় উপস্থিত থাকতেই হবে। কোনও কারণে যদি প্রবেশে দেরি হয় তাহলে তা ‘লেট’ বলে গণ্য করা হবে। ১১.১৫-র পরে স্কুলে পৌঁছলে সেদিনের জন্য অনুপস্থিত ধরে নেওয়া হবে।

নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, সাড়ে চারটের আগে স্কুল থেকে বেরনো যাবে না। এছাড়া স্কুল-চত্বরকে তামাকমুক্ত রাখা, পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্বও নিতে হবে প্রধান শিক্ষককে।

রাজ্য সরকারের প্রকল্পগুলি ঠিকমতো পড়ুয়াদের কাছে পৌঁছচ্ছে কি না তার জন্য শিক্ষকদের নোডাল টিচার হিসাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ঋতব্রত চট্টোপাধ্যায়ের (অ্যাকাডেমিক) স্বাক্ষর করা নির্দেশিকায়।