আজ, মহাষষ্ঠী

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 4 d ago
আজ, মহাষষ্ঠী
আজ, মহাষষ্ঠী
কলকাতা ঃ
 
হিন্দু রীতি অনুযায়ী,পঞ্চমীর দিন সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র অণুরণিত হয়  ৷ এরপরেই শুরু হয়ে যায় ষষ্ঠীর পুজো ৷ শাস্ত্রমতে আজকের দিনই দেবী দুর্গা সপরিবারে মর্তে আগমন করেন ।

মহালয়া থেকে অনেকের পুজো শুরু হয়ে গেলেও, শাস্ত্রমতে দুর্গাপুজো শুরু কিন্তু আজ থেকেই । আজ, রবিবার মহাষষ্ঠী । দেবীর বোধনের দিন । আজই নাকি দেবীর প্রাণ প্রতিষ্ঠা । দেবীপক্ষে ষষ্ঠীতে দুর্গাকে বোধন করে পুজো শুরু করেছিলেন রামচন্দ্র। সেই থেকেই চলে আসছে ষষ্ঠীতে বোধনের রীতি ।

হিন্দু রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র অণুরণিত হয় ৷ এরপরেই শুরু হয়ে যায় ষষ্ঠীর পুজো ৷ শাস্ত্রমতে আজকের দিনই দেবী দুর্গা সপরিবারে মর্তে আগমন করেন । ষষ্ঠী থেকে শুরু হয় পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান । প্রথমে দেবীর মুখ উন্মোচন করে পুজো শুরু হয় । তারপর হয় বোধন । বোধন শব্দের অর্থ হল জাগ্রত করা । বোধনের মাধ্যমেই দেবীকে আবাহন করা হয় মর্ত্যে ।

বোধনের একটা বিশেষ রীতি রয়েছে । ষষ্ঠীর সকালে প্রথমে কল্পারম্ভ দিয়ে শুরু হয় দুর্গার বোধন । ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যেন কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য দেবীর কাছে প্রার্থনা করা হয় । তারপর দুর্গা ও চণ্ডীর পুজো হয় । এবার দুর্গার বোধন পর্ব। ষষ্ঠীর দিন মা দুর্গার বোধন শুরু হয় আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে ৷ এভাবেই ষষ্ঠীর আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুর্গাপুজো শুরু হয়ে যায়

দেবী দুর্গাকে আবাহন ও বোধনের মধ্যে দিয়ে অশুভ শক্তির বিনাশ করা হয় । পুজোয় তাই সকলেরই প্রার্থনা, সমস্ত অন্ধকার, অশুভ কেটে যাক । সুস্থ ও অনাচার মুক্ত হোক পৃথিবী । নতুন ভোরের অপেক্ষায় সবাই ।