মুম্বইয়ে মুখার্জি বাড়ির দুর্গাপুজোতে চাঁদের হাট

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 4 d ago
মুম্বইয়ে মুখার্জি বাড়ির দুর্গাপুজোতে কাজল ও রানী
মুম্বইয়ে মুখার্জি বাড়ির দুর্গাপুজোতে কাজল ও রানী
 
মুম্বই
মুম্বইয়ে মুখার্জি বাড়ির দুর্গাপুজো দারুণ জনপ্রিয়। এই পরিবারের হাত ধরে বলিউড পেয়েছে দারুণ দুই অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ও কাজল। যে পরিবারের হাত ধরে বলিউডে পেয়েছে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালক। এছাড়াও,যে পরিবার বহু যুগ ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কাণ্ডারী।
 
 
 
 
সেই পুজো যে সব লাইমলাইট কেড়ে নেবে, সেটাই তো স্বাভাবিক। এবারও তাঁর অন্যথা হবে না, তা বোঝা গেল পঞ্চমীতেই। পঞ্চমীর সন্ধ্যেতই প্রকাশ্যে এল এবারের মুখোপাধ্যায় বাড়ির দুর্গা প্রতিমার মুখ। আর এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বাড়ির দুই তারকা কন্যা রানি ও কাজল।
 
 
 
 
 
কাজলের পরনে রুপোলি শাড়ি সিঁদুর রঙের ব্লাউজ। একেবারে দুর্গাপুজোর ফেস্টিভ লুক। অন্যদিকে রানি বেছে নিয়েছিলেন সাদা রঙের ইক্কত। পঞ্চমীতে দুই বোন বুঝিয়ে দিলেন, তাঁদের পুজোর সাজ এবার হবে নজরকাড়া।

রানি ও কাজলের বাড়ির দুর্গাপুজোয় প্রতিবারই হাজির হয় বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ, জয়া, ঐশ্বর্য, অভিষেক, দীপিকা, শাহরুখ, সলমন, ক্যাটরিনা, আলিয়া, রণবীরদের প্রতিবছরই থাকে ফুল অ্যাটেন্ডেন্স। আর পুজোর কটা দিন সেলেব সুলভ আদবকায়দা ভুলে রানি-কাজলরাও একেবারে ঘরের মেয়েদের মতো পুজোর কাজে মেতে ওঠেন। অঞ্জলি থেকে প্রসাদ বিতরণ, সবেতেই কোমর বেঁধে নেমে পড়েন দুই বোন।