গুয়াহাটি মহানগরে নেমে এসেছে শোকের আবহ। সুরকার,গীতিকার, চিত্রপরিচালক তথা মহান শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে গভীর শোকের সাগরে নিমজ্জিত গোটা অসমবাসী। প্রজন্মের পর প্রজন্ম তার সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছেন, তার লেখা ও সৃষ্টিকর্মে প্রাণ পেয়েছে অসমিয়া সংস্কৃতি। তাই তার প্রয়াণে যেন স্তব্ধ হয়ে গেছে সমগ্র সাংস্কৃতিক অঙ্গন।
তবুও জীবন ও আনন্দ উৎসবের চক্রে সময় থেমে থাকে না। শোকের আবহের মাঝেই নগর জুড়ে শুরু হয়েছে দেবী উমার মর্তে আগমনের প্রস্তুতি। বিভিন্ন পুজো উদযাপন কমিটি নানা সামাজিক বার্তা ও অভিনব থিম নিয়ে এগিয়ে এসেছে।
কোথাও দেখা যাচ্ছে পরিবেশবান্ধব প্যান্ডেল, আবার কোথাও প্রতিমা সজ্জায় থাকছে প্রযুক্তির ছোঁয়া। কোনো পুজো কমিটি শিশু শিক্ষার উপর আলোকপাত করছে, আবার কেউ তুলে ধরছে নারী সুরক্ষার থিম। সব মিলিয়ে শোকের ছায়ার মধ্যেও দেবী দুর্গার আগমনী সুরে প্রাণবন্ত হয়ে উঠছে মহানগরী।
শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে একাধিক পুজো কমিটি সিদ্ধান্ত নিয়েছে প্যান্ডেলে বিশেষ অংশে জুবিন গারগের ছবি ও তার গানকে স্মরণ করার। তার অমর সৃষ্টিকে শ্রদ্ধা জানিয়ে পুজো মণ্ডপে বাজবে তার সুরেলা কণ্ঠের গান।
শোক আর আনন্দের এই মিশ্র আবহে, গুয়াহাটির দুর্গোৎসব এক নতুন মাত্রা পেয়েছে, যেখানে শিল্পীর প্রয়াণে দুঃখ ভাগ করে নেওয়া হচ্ছে, আবার একসাথে উদযাপন করা হচ্ছে দেবী দুর্গার আগমন।
আজাদ হিন্দ ক্লাবের কমিটির পুজো
অন্যতম প্রাচীন দুর্গোৎসব আজাদ হিন্দ দুর্গাপুজো এবার পা দিল ৭৩তম বছরে। এবারের থিম অত্যন্ত তাৎপর্যপূর্ণ— নারী ও শিশু নির্যাতন, বিশেষ করে শিশু পাচারের বিরুদ্ধে সচেতনতা ছড়ানো।
প্যান্ডেলের সাজসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে নারীর সংগ্রামী চিত্র এবং শিশুদের প্রতি অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী সুর। প্রতিমার চারপাশে রাখা হয়েছে শিল্পকর্ম ও তথ্যচিত্র, যেখানে শিশু পাচার ও নারী নির্যাতনের ভয়াবহ দিকগুলি দেখানো হয়েছে। আলোকসজ্জা ও দেওয়ালচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে একটাই বার্তা, “দেবী দুর্গার শক্তি আমাদের প্রত্যেকের ভেতরে,তাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই প্রকৃত পুজো।”
গুয়াহাটির রেস্ট ক্যাম্পের পুজো
৭৩ বছরের ঐতিহ্যের সাথে যুক্ত এই সামাজিক দায়বদ্ধতা নিঃসন্দেহে আজাদ হিন্দ দুর্গাপুজোকে অন্য পুজোর থেকে আলাদা মাত্রা এনে দিয়েছে পাশাপাশি অ্যাকাউন্টস কলোনির দুর্গাপুজোয় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া,এবারের তাদের থিম “AI – ভবিষ্যতের হাতছানি”। ঐতিহ্যবাহী দুর্গোৎসবে আধুনিক প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছে এই পুজো।
প্যান্ডেলের সাজসজ্জায় থাকছে রোবটিক আলোকসজ্জা, ডিজিটাল ডিসপ্লে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নানা উপস্থাপনা। শুধু তাই নয় দেশের প্রতিরক্ষার শাক্তিশালী চিত্র ফুটে উঠছে দুর্গা পুজোর থিমে
(আরিফুল ইসলামের সাথে সুদীপ শর্মা চৌধুরী আওয়াজ দ্য ভয়েস ,অসম)