লোকসভার অধ্যক্ষ এসসি ও এসটি কল্যাণ কমিটির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (ফাইল)
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (ফাইল)

ভুবনেশ্বর

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এখানে সংসদ এবং রাজ্য,কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর বিধানসভার তফসিলি জাতি ও উপজাতি কল্যাণ কমিটির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এবং এসসি ও এসটি কল্যাণ সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারপারসন ফগন সিং কুলস্তের উপস্থিতিতে বিড়লা এখানে দু 'দিনের সম্মেলনের উদ্বোধন করেন।

ওড়িশা বিধানসভার অধ্যক্ষ সুরমা পাধি এবং সারা দেশ থেকে প্রায় ২০০ জন প্রতিনিধি, সংসদ এবং ১৯টি রাজ্যের এই জাতীয় কমিটির চেয়ারম্যান এবং সদস্যরা  সম্মেলনে অংশ নিচ্ছেন।

দুই দিনের এই সম্মেলনের লক্ষ্য সাংবিধানিক সুরক্ষা জোরদার করা, আর্থ-সামাজিক উন্নয়ন বৃদ্ধি করা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতির ক্ষমতায়নের জন্য সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করে নেওয়া।

সম্মেলনের থিম হল 'এসসি ও এসটি-র কল্যাণ, উন্নয়ন ও ক্ষমতায়ন সম্পর্কিত সংসদীয় ও আইনসভা কমিটির ভূমিকা'।

বিড়লা এক্স-এ একটি পোস্টে বলেনঃ "সংসদ ও রাজ্য আইনসভাগুলিতে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি কল্যাণ সম্পর্কিত কমিটির সভাপতির জাতীয় সম্মেলনে অংশ নিতে ওড়িশার ভুবনেশ্বরে এসে আমি আনন্দিত। আমি রাজ্য রাজভবনে রাজ্যপাল  ডঃ হরি বাবু কামভামপতি এর সঙ্গে দেখা করেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।"