জুবিন গার্গের মৃত্যুর মামলায় ৫ জন অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়েছে

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 Months ago
জুবিন গার্গের মৃত্যুর মামলায়  অভিযুক্ত শ্যামকানু মহন্ত ও  সিদ্ধার্থ শর্মা
জুবিন গার্গের মৃত্যুর মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মা
গুয়াহাটি :
 
জুবিন গার্গের মৃত্যুর মামলায় জড়িত পাঁচজন অভিযুক্ত— যথাক্রমে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, তার আত্মীয় সন্দীপন গার্গ, এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্যকে আজ, আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।

জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হওয়া ৭ জন অভিযুক্তের মধ্যে এই ৫ জনকে, পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর, কামরূপ মহানগর জেলার মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়।

জ্যেষ্ঠ আইনজীবী প্রদীপ কোঁওর সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে নিশ্চিত করেছেন যে, এই অভিযুক্তদের মধ্যে কেউই জামিনের আবেদন করেননি। তবে শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে মুসলপুরের বাকসা জেলা কারাগারে  রাখা হয়েছে।  গুয়াহাটি থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে এই জেল। অভিযুক্তদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
 
কারণ বিচারাধীন বন্দী কিংবা অন্যান্য আসামীদের মধ্যে থাকতে পারেন গায়কের ভক্ত-অনুরাগীরা। আর জুবিনের মৃত্যুর পর, তাঁর অনুরাগীরা ঠিক কতটা ক্ষিপ্ত, তাঁর মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহ এ যাবৎ যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের নাগাল পেলে জুবিনের ফ্যানেরা আবেগ বশবর্তী হয়ে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলতে পারেন, এই সন্দেহ প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অভিযুক্তদের আদালতে পেশ করা হবে। 
 
প্রশাসন সূত্রে ইঙ্গিত মিলেছে, তদন্ত এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং এই সময়ে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে।