কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আজমের শরিফ দরগায় চাদর দেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 6 d ago
আজমের শরিফ দরগায় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু
আজমের শরিফ দরগায় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু

আজমীর, রাজস্থান

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আজমের শরিফ দরগায় চাদর দেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু । সোমবার চলমান উরস উদযাপনের সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আজমের শরিফ দরগায় চাদর দেন।

 

তিনি বলেন, 'আমি উরসের সময় দরগায় এসেছি। চাদর উপহার দেওয়ার সময় আমি ভারত সরকার এবং এখানে উপস্থিত প্রতিনিধিদলের পক্ষ থেকে শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। আমি আমাদের জাতির অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং দেশের উন্নয়নের জন্য প্রার্থনা করেছি।

 

অনুষ্ঠানে দরগাহ কমিটির প্রতিনিধিরা, খাদিম এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।