ধনত্রয়োদশী: দীপাবলির শুভ সূচনায় আলোর আহ্বান

Story by  Debkishor Chakraborty | Posted by  Sudip sharma chowdhury • 11 d ago
ধনত্রয়োদশী: দীপাবলির শুভ সূচনায় আলোর আহ্বান
ধনত্রয়োদশী: দীপাবলির শুভ সূচনায় আলোর আহ্বান
দেবকিশোর চক্রবর্তী 

আলোর উৎসব দীপাবলির প্রাক্কালে যে আনন্দময় দিনটি আসে, সেটিই হল ধনতেরস বা ধনত্রয়োদশী। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এটি কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। এই দিন থেকেই শুরু হয় পাঁচ দিনের দীপাবলি উৎসবের যাত্রা, যা শেষ হয় ভাইদূজের মাধ্যমে। ধনতেরস শুধুমাত্র উৎসবের সূচনা নয়, এটি সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনার প্রতীক হিসেবেও পরিচিত।

ধনতেরস শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে—‘ধন’ অর্থাৎ সম্পদ, এবং ‘তেরস’ অর্থাৎ ত্রয়োদশী। অর্থাৎ ধনের ত্রয়োদশী তিথি। প্রাচীন শাস্ত্র অনুযায়ী, এই দিনেই দেবতাদের চিকিৎসক ধন্বন্তরি দেব সমুদ্র মন্থন থেকে অমৃতের কলস হাতে উদ্ভূত হন। সেই কারণে অনেক স্থানে এই দিনটি ধন্বন্তরি ত্রয়োদশী নামেও পরিচিত। ধন্বন্তরি দেবকে আয়ুর্বেদ এবং চিকিৎসাবিদ্যার জনক হিসেবে সম্মান জানানো হয়। তাই এই দিনে অনেক মানুষ তাঁর পূজা করেন, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য প্রার্থনা করেন।

অন্যদিকে, ধনতেরসের সাথে ধনদেবতা কুবের এবং মাতা লক্ষ্মীরও গভীর সম্পর্ক রয়েছে। বিশ্বাস করা হয়, এই তিথিতে মা লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্য প্রদান করেন তাঁদের, যারা নিষ্ঠা ও পবিত্র মনে তাঁকে আহ্বান করেন। তাই ধনতেরসের দিনে মানুষ ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন করে, প্রদীপ জ্বালিয়ে মঙ্গল কামনা করে এবং নতুন কিছু ক্রয় করে শুভ সূচনা করে থাকে।

ভারতজুড়ে ধনতেরসের দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়। এই দিনে সোনা, রূপা, নতুন পাত্র বা অন্য কোনো মূল্যবান জিনিস কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, ধনতেরসের দিনে যে কোনো নতুন জিনিস কেনা আগামী বছরের জন্য সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনে। অনেকেই আবার এই দিনে ছোট পরিসরে বিনিয়োগ শুরু করেন বা নতুন ব্যবসার উদ্বোধন করেন। ধনতেরসের আরেকটি আকর্ষণীয় দিক হল দীপ জ্বালানো। সন্ধ্যা বেলায় বাড়ির আঙিনা, বারান্দা ও দরজায় প্রদীপ সাজিয়ে রাখা হয়, যাতে অশুভ শক্তি দূরে থাকে এবং শুভ শক্তির আগমন ঘটে। গ্রামীণ এলাকা থেকে শহর—সবখানেই দেখা যায় আলোর উজ্জ্বলতা, আনন্দ ও উৎসবের আবহ।

আধুনিক যুগে ধনতেরসের তাৎপর্য কিছুটা বাণিজ্যিক রূপ পেলেও, এর আধ্যাত্মিক দিক আজও অমলিন। এটি কেবল ধনসম্পদের উৎসব নয়, বরং সুস্বাস্থ্য, মঙ্গল ও ইতিবাচকতার আহ্বান। ধনতেরস আমাদের শেখায়, প্রকৃত ধন কেবল বস্তুগত সম্পদ নয়—স্বাস্থ্য, সুখ, ও মানসিক শান্তিই মানুষের আসল ঐশ্বর্য।

দীপাবলির প্রথম এই দিনে আলোকিত হয় ঘর, মন ও মনন—নতুন আশার আলোয়। তাই প্রতি বছর কার্তিক মাসের এই ত্রয়োদশী তিথিতে, লক্ষ লক্ষ মানুষ প্রার্থনা করেন যেন তাঁদের জীবন আলোর মতোই উজ্জ্বল ও সমৃদ্ধ হয়ে ওঠে।

ধনতেরস তাই শুধু এক দিনের উৎসব নয়, এটি শুভতার সূচনা—আলোকের পথে প্রথম প্রদীপ।